আমাদের কথা খুঁজে নিন

   

সুখ চাইতে নেই

প্রিয়া,ভালোবেসে সুখ চাইতে নেই্। ভালোবেসে শুধু সুখ চাইতে নেই্। তুমি ভালোবাসো,ভালোবেসে কঁাটার আঘাতে রক্তাক্ত হতে মানা নেই্ গভীর জলে নীল পদ্ম দেখে মাতাল হওয়াতে কোন মানা নেই; ভালোবেসে,শেওলা পরা পিচ্ছিল সিঁিড় ভাঙতে দূর্ঘটনা ঘটাতে কোন মানা নেই নীলাকাশের সমস্ত নীল প্রিয়ার তরে উজাড় করতে কোন মানা নেই; ভালোবেসে,জোছনা রাতে চাঁদ-তারা-প্রিয়াকে এক করতে মানা নেই শেষ তৃষ্ণার জলটুকু অবলিলায় মরীচিকার হাতে তুলে দিতে মানা নেই; ভালোবেসে,ধূ-ধূ মরু পারি দিতে প্রচন্ড তৃষ্ণায় অদৃশ্য দহনে জ্বলে ছাই হতে মানা নেই প্রখর জৈষ্ঠে ছাঁতি ফেঁটে মারা যেতে কোন মানা নেই; কিংবা, অচেনা কোন কষ্টে অযথা জীবনাবসান ঘটাতে ও কোন মানা নেই ; শুধু ভালোবেসে কখনও সুখ চাইতে নেই্ । ---কখনও সুখ চাইতে নেই্ । প্রিয়া, অন্ধরা সবাই জানে ভালোবেসে সুখ চাইতে নেই্। ভালোবেসে ---কখনোই সুখ চাইতে নেই্ !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।