‘গতকাল সকাল সাড়ে নয়টায় এসেছি। প্রায় ২৪ ঘণ্টা অপেক্ষার পর টিকিট পাইলাম। কিন্তু কোনো কেবিন বা এসি প্রথম শ্রেণীর টিকিট পাইনি। এগুলো নাকি ভিআইপিদের জন্য বরাদ্দ। তাই বাধ্য হয়ে শোভন চেয়ারের টিকিট নিলাম।
’
আজ সকাল নয়টার পর ঢাকার কমলাপুর রেলস্টেশনে ৭ নম্বর টিকিট কাউন্টারে লাইনের প্রথমে থাকা রাজু হামিদ এ কথা বলেন।
রাজু হামিদ অভিযোগ করেন, ‘আমি সিরিয়ালে প্রথমে ছিলাম, তাও কাঙ্ক্ষিত টিকিট পেলাম না। তাহলে টিকিটগুলো গেল কোথায়?’
কাঙ্ক্ষিত টিকিট না পাওয়ার অভিযোগ কেবল রাজু হামিদের নয়, এমন অভিযোগ ট্রেন স্টেশনে টিকিটের জন্য দীর্ঘ অপেক্ষায় থাকা আরও অনেকেরই।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল আমিনের ভাষ্য, গতকাল ইফতারের পর স্টেশনে এসেছেন তিনি। সারা রাত স্টেশনেই কাটিয়েছেন।
গাইবান্ধা যাবেন। তিনি শোভন চেয়ারের টিকিট চাইলেও আসন খালি না থাকায় শোভন সাধারণ শ্রেণীর টিকিট নিতে হয়েছে।
গতকাল বেলা দুইটা থেকে টিকিটের অপেক্ষায় থাকা বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িচালক আতাউর রহমান অভিযোগ করেন, ‘আমি সিরিয়ালে ৯ নম্বরে ছিলাম। এসি টিকিট নিতে এসেছি। কাউন্টার থেকে জানাল, সব শেষ হয়ে গেছে।
তাই শোভন চেয়ারের টিকিট নিলাম। ’।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।