আমাদের কথা খুঁজে নিন

   

হে নারী! তুমি বোরকা পর কেন???

দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা আমার এক নিকটাত্বীয়ার সাথে কথায় কথায় তার ধর্মভিরুতার বিষয়ে কথা হল। আমি তাকে বললাম আপনি মাশাআল্লাহ ধর্মভীরু তো বোরকা পরেন না কেন?তার স্পষ্ট জবাব- বোরকা এখন আর ভালো কাজে ব্যবহৃত হয় না। কথাটি আংশিক সঠিক হলেও আমি কোন সদুত্তর দিতে পারিনি। নর-নারী উভয় মহান আল্লাহর সৃষ্টি। উভয়কে অত্যন্ত সুনিপূণ ভাবে আল্লাহ সৃজন করেছেন।

পুরুষদের যেমন পর্দা করতে হয় ঠিক তেমনি নারীদেরও পর্দা করার কথা কালামে পাকে বর্ণিত হয়েছে। পর্দা নারীর ভুষণ, নারীর অলঙ্কার, নিরাপত্তার রক্ষাকবজ। পর্দা সাধারণত: করা হয় বোরকা নামক কাপড়ের মাধ্যমে। আর বোরকা মূলত: কিছু কাপড়ের আবরণ মাত্র। এ কাপড় যখন বোরকা হিসাবে পরিধান করা হয় সে নারীটি হয় সম্মানিতা, সকলের শ্রদ্ধার পাত্রী।

কারণ ইসলামের একটি মৌলিক বিধান পালনে সে হয়েছে যত্নশীল। অধূনা বোরকার অপব্যবহার নানাভাবে পরিলক্ষিত হচ্ছে। এসকল অপব্যবহার বন্ধ করতে মূলত: আমার এ সতর্ক শিরোনামসম্বলিত পোষ্ট। বোরকা যখন নিরাপত্তার কাজে ব্যবহৃত হয়: কাঙ্খিত পুরুষের সাথে ইচ্ছেমত মেলামেশার মোক্ষম সুযোগ হিসেবে বোরকাকে কাজে লাগায় কিছু নারী। যাতে তার নিকটতম কেউ তাদের এই অনুনোমদিত সম্পর্কের কথা জেনে না ফেলে।

এভাবে একটি পবিত্র পোষাকের আবরণে একদিন সে হয় অপবিত্রা। বোরকা যখন ছদ্ববেশে ব্যবহৃত হয়: বেশ কিছু নামী-দামী হোটেলে রাত্রী হলেই বোরকা পরিহিতা কিছু নারীদের বিচরণ শুরু হয়। যাদের মাধ্যমে আমাদের সমাজের একশ্রেণীর কুলাঙ্গার তাদের স্বার্থ চরিতার্থ করে। এ সকল নারী চক্ষুলজ্জায় বোরকাকে লেবেল হিসেবে কাজে লাগায়। বোরকা যখন ময়লা কাপড় ঢাকার আবরণ: সর্বদা বোরকা পড়েনা কিন্তু কোথাও তড়িৎ যেতে হবে কাপড়গুলোও সব ময়লা তাই আকস্মিক এ পরিস্থিতি মোকাবেলায় বোরকাকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়।

বোরকা যখন হয় ফ্যাশন দুরস্ত: ইদানিং বোরকাকে এমনভাবে তৈরী করা হয় যাতে বোরকাও পড়া হল আবার ফ্যাশনেরও হক আদায় হয়। সে এমন আকৃতির পোষাক যা অনেক সময় সাধারণ পোষাককেও হার মানায়। বোরকা পরার জনই শুধু পরা: কেউ কেউ আছে স্বামীর কথায় বা বাবার কথায় অথবা পারিবারিক কারণে বোরকা পরে সে বোরকা তখন শুধু পরার জন্যই পরা হয়। তাতে হক আদায় হয়না। মাঝে মাঝে এমন টাইটফিট বোরকা পরা হয় যা সাধারণ পোষাকের চাইতেও হয় কুৎসিৎ, দেখতে বিশ্রী।

উল্লেখিত নারীদের নিকট আমার আকুতি , হে বোন ! তুমি বোরকা পরিধান কেন কর? কারণ তোমার এ সকল কাজের জন্য বোরকার জন্ম হয়নি। তুমি যদি ব্যভিচারীনি হবে তবে কেন তোমাকে বোরকা পরিধান করতে হবে? তুমি যদি ফ্যাশন দুরস্তই হবে তাহলে কেন তোমাকে বোরকার আশ্রয় নিতে হবে? আশা করি আমরা সচেতন হবো আরো বেশী। সতর্কতা: উপরিল্লিখিত নারীদের সংখ্যা নেহায়েত হাতে গোনা। যা সিংহভাগ বোরকা পরিহিত নারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আর এ অজুহাতে বোরকা পরা ছেড়ে দেওয়া হবে বা একে অবহেলা করাটা হবে অজ্ঞতার বহি:প্রকাশ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।