আমাদের কথা খুঁজে নিন

   

আবুলের মুখবই সমাচার !

স্বপ্নে আছি...স্বপ্নে বাঁচি...স্বপ্নের সাথে মোর বসবাস আমার এক ব্যাচ মেট (মেয়ে) কে (তাহার কাজ কারবারে তাহাকে আর ঠিক বন্ধু বলা যাইতেছে না )তাহার অত্যাধিক পরিমাণ ছবি আপলোড করা দেখিয়া গায়ে পরিয়া উপদেশ দিতে গিয়েছিলুম এবং এখানা লেখার লিঙ্কView this link তাহার মুখবই এর দেওয়াল এ চিকা মেরেছিলুম। যাহার ফলাফল বড়ই বেদনাদায়ক । আমাকে প্রচুর পরিমানে উপাদেয় অপমান হজম করিতে হইল। (প্রাণ হজমির কাছে ঋণী)। আমার মানসিকতা খুবই নিম্ন মানের বলিয়া প্রতীয়মান হইল।

আমি তাহার বন্ধু হইয়া কেন বালক বন্ধুর মত উপদেশ বিতরণ করিতেছি তাহার জন্য ও কিছু অপমান হজম করিতে হইল । তাহার ছবি সে যাহা খুশি তাহাই করিবে, তা না হইলে তাহার মানসিকতা উন্নত তাহা কিরুপে প্রকাশ পাইবে? আমিও বুঝিলাম আসলাইতো। কেন বাপু তাহার মানসিকতা প্রকাশে আমি কথাকার কোন আবুল মানা করিয়া উপদেশ বিলাইবো? তাহার ছবি যদি ছেলেরা নাই দেখিল,নাই প্রশংসা করিল তবে তাহার মেয়ে জন্ম তো বৃথা। তাহার ছবি যদি ইউনির পোলাপান সেভ না করিয়া অস্লিল উক্তি সহ রসাল আলচনা না করিল তবে কি মুখবই ব্যবহার সার্থক হইবে? অবশেষে সে ভাবিল যে এমন আবুল এর সাথে তো আর যাই হোক মুখবই ব্যবহার চালানো যায় না। আবার সরাসরি রিমুভ করাও যায়না।

হাজ়ার হোক আবুল এক সময় তাহার উপকারে আসিয়াছিল। তাই তাহাকে সব কিছু থেকে বন্ধ রাখিয়া অপমান করা হউক। এক সময় নিজে রিমুভ করিয়া দিবে। অবশেষে আবুল নিজে তাহাকে রিমুভ করিয়া ব্লগ লিখিতে বসিয়া গেল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।