আমাদের কথা খুঁজে নিন

   

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ৩০ বছর ও আমাদের আনন্দ।

সাহাদাত উদরাজী www.udrajirannaghor.wordpress.com

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ৩০ বছর আজ পার হল। সকালে অফিসে আসার সময় নানা দোয়ালে শেখ হাসিনার পোষ্টার এবং ব্যানার দেখে তা বুঝতে পারছিলাম। কিন্তু বিকালে এত বড় আনন্দ মিছিল হবে তা বুঝতে পারি নাই। আমাদের অফিসের সামনের রাস্তা দিয়ে এই আনন্দ মিছিল প্রায় দুই ঘণ্টা ধরে চলেছিল। এত আনন্দের বাহার আমি আর দেখি নাই।

আপনাদের জন্য কিছু শেয়ার করলাম। আনন্দ মিছিলে নানাবিধ বাদ্যযন্ত্র, গাড়ী গোড়া, ট্রাক বাস, বিরাট বিরাট সাউন্ড সিস্টেমস দেখে আমি টাস্কিত। ছবি ১ ছবি ২ ছবি ৩ ছবি ৪ ছবি ৫ ছবি ৬ ছবি ৭ ছবি ৮ ছবি ৯ ছবি ১০ ছবি ১১ ছবি ১২ ছবি ১৩ এই গরীব দেশে এমন আনন্দ মানায় না প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী! এমন আনন্দ আপনার অনেক কাজকে ছোট করে দিচ্ছে! রাস্তায় দাঁড়িয়ে আপনার দলকে যখন গালি দিতে শুনি তখন অবাক না হয়ে পারি না। গত সাপ্তাহ কলকাতা ঘুরে এলাম। মমতার বিজয় নিজ চোখে দেখলাম।

এত বছর পর এমন পরিবর্তন অথচ নেই কোন বিজয় মিছিল, নেই কোন কাজ থামিয়ে আনন্দ! মমতা নিজেই আনন্দ মিছিল বের করা কিংবা আনন্দ বহিঃপ্রকাশের সব পথ বন্ধ করে স্বপ্ন দেখছেন কি করে খুব কম সময়ে পশ্চিমবংগের উন্নতি করা যায় এবং সে কথা তিনি বার বার বলছেন। একবার ভেবে দেখুন। আজ আপনাকে নিয়ে যারা সারা ঢাকা বন্ধ করে, হাজার হাজার টাকা খরচ করে, লক্ষ লক্ষ মানুষকে (অনেক রোগী রাস্তায় কষ্ট পেয়েছে, মিছিলে এক ট্রাকে এক মহিলাকে অজ্ঞান হয়ে পড়তে দেখেছি) কষ্ট দিয়ে আনন্দ করল - এরা কি সত্যি আপনার জন্য করেছে! আপনার মনে হলেও আমার মনে হয় না! সামনে আপনার জন্য কঠিন দিন অপেক্ষা করছে বলেই মনে হচ্ছে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।