আমাদের কথা খুঁজে নিন

   

যদি না থাকতো কোনো প্রতিযোগিতা!!!



প্রতিযোগিতার নাম শুনলে আজকাল বিরক্তি ও ভয় দুটোই গ্রাস করে এই আমাকে... যদি আর কোন প্রতিযোগিতা না থাকতো কোথাও, এই পৃথিবীতে........ আহা, কী আনন্দই না হতো। প্রতিযোগিতা মানে অন্যকে দুঃখ দেয়া ও নিজে দুঃখ পাওয়া ছাড়া আর কিছু নয়!! কিন্তু সমস্ত পৃথিবীটাই তো চলছে প্রতিযোগিতার মধ্য দিয়ে... হায়, কখনো কখনো বন্ধুদের সাথেও আমাদের প্রতিযোগিতায় নামতে হয়! হেরে গিয়ে নিজে দুঃখ পাওয়া কিংবা হারিয়ে বন্ধুকে দুঃখ দেয়া! কী অদ্ভূত, বিচিত্র! স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতা না থাকলে আমরা আরও ভালো ভালো বন্ধু পেতাম। না বুঝে খামাখা নষ্ট করেছি কত আনন্দময় মুহূর্ত সে সময়। পুরনো সহপাঠীদের দেখলে আজকাল মনে পড়ে এমনই অদ্ভূত কতকথা। এই দিয়ে শুরু করলাম আমার কথকতা। ব্লগে যাত্রা হলো শুরু। কথা হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।