আমাদের কথা খুঁজে নিন

   

আমার ছোট থেকে বড় হওয়া, প্রেমে পড়া আর প্রচুর প্রচুর গান শোনা। দেখুন তো, কেউ কি সেই ছেলেবেলায় ফিরে যাচ্ছেন?

A Hero will Rise Up Just In Time
গানের প্রতি প্রবল আকর্ষন বোধ করা শুরু করি যখন ক্লাস থ্রীতে পড়ি। সেসময় ২য় বারের মতো প্রেমে পড়লাম ইউহানা নামের একটা মেয়ের। উফ, কি সেই সব দিন। ও পড়ত করনেশনে, আমি পড়তাম জিলা স্কুলে। বিকেলে ও যেত ব্যাচে পড়তে, আমি ব্যাচ বাদ দিয়ে সাইকেল নিয়ে ওর পিছু পিছু।

সেসময় ইংলিশ গান খুব একটা শুনে উঠতে পারিনি। হিন্দি গান খুব শোনা হতো। তখন একটা গান শুনলাম, শুনে মনে হলো গানটা যেন আমার আর "ওর" জন্যই যেন তৈরি হয়েছে। এখনও গানটা শুনলে প্রচন্ড রোমান্টিক হয়ে যাই। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারাও শুনুন।

ভালো না লাগলে তখন বলবেন। পরে দেখলাম গানটার অনেক পুরোনোও একটা ভার্সন আছে। Click This Link বছর খানেক ঘুরলাম ওর পিছে। পাত্তা না পেয়ে ব্রেকআপ করে দিলাম। তখন একটু একটু ইংলিশ গান শোনা শিখেছি।

প্রচন্ড ভালো লাগত স্টিভ ওয়ান্ডারের এই গানটা: আর হোয়মের এই গানটা: প্রচন্ড রোমান্টিক এই গানদুটো শুনতাম আর কল্পনায় কোন এক অপ্সরাকে কল্পনা করতাম। সেই সময় আমরা বন্ধুত্ব হলো আমার ব্যাচে পড়তো একটা মেয়ে এ্যানির সাথে। এ্যানিরা ছিল খ্রীষ্টান। একসময় বন্ধুত্ব আরো গভীর হলো। একদিন এ্যানি আমাকে ওদের বাসায় নিয়ে গেল।

পরিচয় হলো ওর বাবা, মা আর ওর ২ বছরের বড় বোন সুজানার সাথে। ওর বড় বোনকে দেখেই মনে হলো আমার কল্পনার অপ্সরা আমার সামনে উপস্থিত হয়েছে। সুজানা যখন আমার গাল টিপে আদর করে দিল, মনের মধ্যে যেন হাজার পাওয়ারের এনার্জি বাল্ব জ্বলে উঠল। আমি পড়ি ক্লাস ফোরে, সুজানা পড়ে ক্লাস সেভেনে। ৩য় বারের মতো পড়লাম এই অসম বয়েসী এক প্রেমে।

তো প্রায়ই যেতাম এ্যানিদের বাসায়। এ্যানি আমার সাথে আড্ডা দিত, আর আমি প্রেম ভরা নয়নে ! দেখতাম সুজানাকে। সুজানাও আমাকে খুব পছন্দ করতো। ও প্রচুর ইংলিশ গান শুনত। একদিন সুজানা আমাকে শুনাল ওর পছন্দের এই গানটা।

শুনার সাথে সাথেই ভক্ত হয়ে পড়লাম গানটার। দিন রাত সারাদিন শুনতাম গানটা। অসম্ভব ভাল লাগত গানটা। এখনও ভাল লাগে, প্রায়ই শুনি। বছর খানেক পর এ্যানির বাবা বদলি হয়ে গেল অন্য জায়গায়।

যাওয়ার আগের দিন সুজানা আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদল। আসলে খুব পছন্দ করত আমাকে, তবে বন্ধুর মতই। সেদিন ও আমাকে একটা নতুন গান শুনাল। বলল, তোর যখনি আমার কথা মনে পরবে তুই এই গানটা শুনবি। ভাববি আমি তোর কাছেই আছি।

খুব শুনতাম গানটা। সারাদিন, সারারাত গানটা শুনতাম। তবে সুজানাকে মাসখানেক পড়েই ভুলে গেলাম। পাষ্ট ইজ পাষ্ট। আরও বেশ কিছু ইংলিশ গান শুনতাম তখন।

অত বলে পারা যাবেনা। ২/১ টা বলছি। ফিল কলিন্সের এই গানটা খুব ভালো লাগতো। কওমার লামবাডা গানটা খুব শুনতাম। কিছুটা বড় হয়ে শুনতাম সানতানার ব্লাক ম্যাজিক ওম্যান।

খুব ভালো লাগত হিন্দি এই গানটা: আরো অনেক অনেক গান শুনতাম, শুনছি ভবিষ্যতেও হয়তো শুনবো। ব্লগে ত্রিশঙ্কু ভাইয়ের পোষ্ট থেকে শুনলাম সামার ওয়াইন গানটা। মন্ত্রমুগ্ধের মতো শুনি গানটা সবসময়: আরাশ আর হেলেনার এই দুইটা গান ১০০% গ্যারান্টি আপনাদের সবার ভালো লাগবে। পিওর লাভ। এই পিওর লাভ গানটা কেন যেন বারবার সুজানার কথা মনে করিয়ে দিচ্ছে।

সুজানা ও সুজানা............. সবশেষে আমার নেটের এক বন্ধুর জন্য আরাশ আর হেলেনার এই গানটা। ব্রোকেন এ্যানজেল।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।