আমাদের কথা খুঁজে নিন

   

মন্ত্রীদের কি কাজকর্ম কিছু নাই নাকি? প্রধানমন্ত্রী দেশের বাইরে গেলে বা ফিরে এলে তাদের কেন চেহারা দেখাতে হবে এয়ারপোর্টে গিয়ে?



এই দেশের হাজারটা সমস্যা। আমলাতন্ত্রের জটিলতায় আর লালফিতার কেরামতিতে এমনিতেই সরকারী কাজকর্মের স্পিড খুবই কম। যারা সরকারী অফিসে চাকরী করেন বা নানা কাজে যেতে হয় মন্ত্রনালয়ে তারা এটি জানেন। কোন একটা প্রসেস শুরু হওয়ার পর কতদিন পর যে শেষ হবে তা হলপ করে বলা খুবই সাহসের কাজ। আর এর মধ্যে চলে তেল মারার প্রতিযোগিতা।

সচিবরা তেল মারে মন্ত্রীদের আর মন্ত্রীরা তেল মারে প্রধানমন্ত্রীরে। যোগ্যতার কি দরকার যদি তেলেই চলে? এক ধরনের তেল হল প্রধানমন্ত্রী যখন বিদেশে যাবেন বা ফিরে আসবেন তখন এয়ারপোর্টে গিয়ে চেহারা দেখানো। কোন কাজের কাজ এইটা? দুনিয়ার কয়টা দেশে মন্ত্রীরা এরকম ভাবে এয়ারপোর্টে হাজিরা দেয় তাই ভাবি। এয়ারপোর্টে যাওয়া আসা করতেই তো দিন শেষ, সেদিন আর কাজ কি হবে মন্ত্রনালয়ে। ▐►যেমন আজকে (রোববার) বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে জেনেভায় গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদের সদস্যরা এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। ব্যস, চাকুরী নিশ্চিত হল মন্ত্রীদের। ▐► শুধু শেখ হাসিনাই না, খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, একই ঘটনা তার ক্ষেত্রেও ঘটেছে। নিচের ছবিটি দেখেন - এটা ২০০৫ সালের ১৫ জুন তারিখের তোলা। খালেদা জিয়াকে তেলের সাগরে ভাসানোর জন্য এয়ারপোর্টে গিয়েছিলেন তখনকার মন্ত্রীরা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।