আমাদের কথা খুঁজে নিন

   

লাল নীল সবুজ ।



কি যে করি । কিছুই ভাল লাগে না । এমন একটা সময় ব্লগের নেশায় পরে গেলাম যে সামনে পরিক্ষা । অনেক দিন ধরেই ভাবছিলাম ব্লগে কিছু লিখব ,কিন্তু কি লিখব ভেবে পাইনা । তাই আজ ভাবলাম কিছু আজ্যাইরা প্যাচাল পারি ।

এত পরাশোনা করে এর কি হবে । সবাই ভয় দেখায় পরাশনা না করলে চাকরি পাবে না। রেজাল্ট ভাল কর । কিন্তু আমার তো পরতে মন চায় না । শুধু মন চায় ব্লগাই ।

ফেক আইডি তে ভরপুর ফেচবুক ও আর ভালোলাগেনা । তবুও এই কম্পিউটার ময় জিবনে টুকটাক প্রোগ্রামিং করতে চেস্টা করি । জানিনা কতটুকু সফল হতে পারব। সেই সুদুর নাটর থেকে এসে পরে আছি সিলেট এ ইঞ্জিনিয়ার হবার আশায় । অনেক দিন হল বাড়ি যাই না।

মা বার বার ফোন করে ডাকে বাবা বাড়ি আই। গাছে ফল পেকেছে । তুই খাবি না। আমি বলি আম্মু সামনে আমার পরিক্ষা ,কেম্নে আসি বল । মা বলে তুই কি আমাকে একে বারেই ভুলে গেলি ।

আমি শুধু মার কথা শুনে হাসি । বুকের মধ্যে একটা চাপা বেদনা ভর করে । মনে মনে বলি আম্মু তোমাকে ছাড়া আমার ও তো ভাললাগেনা । তুমি দেখো আমি তোমার কোলে ঠিকই ফিরে আসবো। এসব ভাবতে ভাবতে চোখ দুটি বন্ধ করে ফেলি ।

মনের পর্দায় ভেসে ওঠে লাল ,নীল আর সবুজ রঙের............................। @আকাশ@

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।