আমাদের কথা খুঁজে নিন

   

বাস ভাড়া নিয়ে নৈরাজ্য

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

আচমকা বাস ভাড়া বেড়ে গেলো। শনিবার সকালে ঘুম ভেঙ্গে ফার্ম গেট আসবো। তাড়াহুড়ো করে বাস স্ট্যান্ডে আসলাম।

সাধারণত লোকাল বাসেই ফার্মগেট আসা হয়, কারণ এতে ভাড়া কম লাগে। আবার লম্বা লাইন দিয়ে দাঁড়াতে হয় না। কিন্তু ৩৬/বি নম্বরের ওই লোকাল বাস ক'দিন আগে সিটিং হয়েছে । লোকে বলে ‌এটা নাকি ‌চিটিং' হয়েছে। ফার্মগেট পর্যন্ত ভাড়া হাঁকছে ৫ টাকা।

কাওরান বাজার গেলে ছয়টাকা। বৃহস্পতিবারো ৬ টাকা গুনে কাওরান বাজার গেছি। শনিবার ওই বাসের দরজায় লুঙ্গিপরা এক লোক নানান কিসিমের টিকিট হাতে দাঁড়িয়ে আছেন। ২০ টাকার একটা নোট ধরিয়ে দিয়ে বললাম, কাওরান বাজারের ভাড়া রাখো। সে আমাকে ১০ টা ফিরিয়ে দিচ্ছে।

বলছে, কাওরান বাজার ১০ টাকা ভাড়া। মোহাম্মদপুর থেকে কাওরান বাজারের দূরত্ব তিন থেকে সাড়ে তিন কিলোমিটার । সেখানে এত ভাড়া। সকালেই মেজাজ বিগড়ে গেলো। সেখান থেকে টাকা ফেরৎ নিয়ে এলাম তরঙ্গের কাউন্টারে।

বললাম ফার্ম গেটের টিকিট দাও। ৮ টাকা নিয়ে টিকিট দিলো। বললো ভাই ভাড়া বেড়েছে। আগে তাদের ভাড়া ছিল ৫ টাকা। এরপর সারা দিন ভাড়া বাড়ার নৈরাজ্য দেখলাম।

সন্ধ্যায় ফিরছি বাসায়। ১৫ টাকায় মতিঝিল থেকে মোহাম্মদপুর যাচ্ছি। এখন বলছে ২৩ টাকা দিন। মেজাজ খারাপ করে লাভ হলো না। এভাবেই চলছে।

এভাবেই চলবে। মানুষের কষ্ট কমবে না। কেবল মনে পড়ছে সরকারের ফাঁকা বুলির কথা। এ সব বুলি দিয়ে রাজনীতিকরা আমাদের নিত্য ঠকিয়ে যাচ্ছেন। সামনেও যাবেন।

এভাবেই চলবে। এভাবেই আমরা ভুগবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।