আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর সবচেয়ে বড় টিয়া পাখিকে বাঁচাতে চলছে প্রচেষ্টা


পৃথিবীর সবচেয়ে বড় টিয়া পাখিকে বাঁচাতে চলছে প্রচেষ্টা Großansicht des Bild es mit der Bildunterschrift: পৃথিবীর মধ্যে এমন একটি দেশ আছে যাকে পরিবেশ রক্ষায় অন্যতম দেশ হিসাবেই উল্লেখ করা হয়৷ এই দেশটির নাম কস্টারিকা৷ কিন্তু এরপরেও এই দেশে অনেক প্রাণীর জীবন হুমকির মুখে৷ এমনি একটি পাখি ‘বৃহৎ টিয়া'৷ এই পাখি রক্ষায় কাজ করে যাচ্ছে একটি পরিবেশবাদী সংগঠন৷ ১৫০২ সালে ক্রিস্টোফার কলম্বাস যখন এই দেশটিতে যান, তখন তিনি এর নাম দিয়েছিলেন ‘সুন্দর সমুদ্র সৈকত আর সোনার দুর্গের দেশ৷ সেই থেকেই এর নাম কস্টারিকা৷ তিনি ভেবেছিলেন এখানে প্রচুর স্বর্ণ রয়েছে, যদিও তা একেবারেই সত্য হয়নি৷ কিন্তু এই দেশটির সম্পদ যদি বলতেই হয়, তাহলে বলতে হবে এখানে আছে অসাধারণ বৃক্ষ আর জীববৈচিত্র৷ কিন্তু এই সম্পদ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও এই দেশটিকেই উল্লেখ করা হয় জীববৈচিত্র রক্ষার প্রথম সারির প্রথম দেশ হিসাবে৷ আজকাল সেই দেশে গাছ উজাড় হওয়া আর কৃষি জমি বৃদ্ধির কারণে হারিয়ে যেতে বসেছে এর বাদলা বন৷ এর অন্যতম শিকার হয়েছে বিশাল আকৃতির টিয়া পাখি৷ এই পাখিটিকে বলা হয় পৃথিবীর অন্যতম একটি সম্পদ, যা অন্য কোন দেশে খুব একটা দেখা যায় না৷ গাঢ় সবুজ রঙের এই টিয়া পাখিটির দৈর্ঘ্য ৮৫ থেকে ৯০ সেন্টিমিটার৷ আর ওজনে প্রায় দেড় কিলোগ্রাম৷ আগে খুব দেখা যেত এই পাখিটি সেখানে৷ এখন সংখ্যায় তা কমে গেছে৷ আইইউসিএন এর লাল তালিকাভুক্ত এই পাখিকে বাঁচাতে আর বনকে বাঁচাতে দ্য ট্রপিক্যাল সায়েন্স সেন্টার নামের একটি সংগঠন কাজ করে যাচ্ছে৷ ইতিমধ্যে তারা সরকারকে বোঝাতে সক্ষম হয়েছে বন বাঁচলে বাঁচবে দেশ, বাঁচবে প্রাণিকুল৷ বর্তমানে সরকার নানা পদক্ষেপ নিতে শুরু করেছে৷ তাদের প্রচেষ্টায় এর আগে রক্ষা পায় একটি বিশাল বাদলা বন৷ যেটিকে ঘোষণা করা হয়েছে সংরক্ষিত বন হিসাবে৷ সেটি ২০০৫ সালের ঘটনা৷ এখন সেটি এবং দেশের অন্যান্য বনাঞ্চল এবং এর আশেপাশের মানুষকে তারা বোঝাতে শুরু করেছেন বন যেন ধ্বংস করা না হয়, কৃষি জমির জন্য বনের জমি নয়৷ আর প্রাণী হত্যা থেকেও যেন দূরে থাকেন তারা৷ এ কাজে তারা বেশ সফলতা পাচ্ছেন বলেই খবর৷
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।