আমাদের কথা খুঁজে নিন

   

রস+আলোর সময়োপযোগী ব্যবহার

কিছু না।

রস থাকুক আর নাইবা থাকুক রস+আলো চাই রাখা শীতল কোমল বাতাস পাবেন হাত ঘুরালেই পাখা। খাবার পরে হাত মুছতে ...লাগতে পারে টিস্যু রস+আলো আছে,এতেই হবে ভাববার নেই কিছ্ছু। পার্কে গিয়ে প্রেমিকা যদি বসতে না চায় ঘাসে ঠিক তখনি রস+আলোটা দারুন কাজে আসে। ঝালমুড়িতে ঝাল না থাকুক কাগজ ঠিকই থাকে চিন্তা ছাড়াই লাগান কাজে এই রস+আলো'টাকে। face book এ রস+আলো'র অফিসিয়াল ফ্যান পেইজ এ লিখেছিলাম এই ছড়া ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।