আমাদের কথা খুঁজে নিন

   

মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরিতে আগুন: কোটি টাকার ক্ষতি



মাওয়া-কাওড়াকান্দি রুটের রো রো ফেরি শাহ মখদুমে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। স্থানীয়ভাবে ৬টি ফেরি ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ফেরিটির কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, মাওয়া থেকে কাওরাকান্দি ঘাটগামী রো রো ফেরি শাহ মখদুম হাজরা টার্নিংয়ে পৌঁছলে রাত সাড়ে ১১টায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে চরে উঠে যায়।

প্রায় ১ ঘণ্টা পর একটি আইটি জাহাজ ফেরিটিকে উদ্ধার তৎপরতা শুরু করে। হঠাৎ রাত ১টার দিক রো রো ফেরিটির ইঞ্জিন এডজাস্টে আগুন লেগে তা দ্রুত ৩য় তলার মাস্টার (চালক) ব্রিজে ও যাত্রী ছাউনিতে ছড়িয়ে পড়ে। ফেরি স্টাফরা নির্বাপক দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ঝড়ো বাতাসের কারণে ব্যর্থ হয়। আগুনের ভয়াবহতা দেখে ফেরির ১০টি যাত্রীবাহী বাসসহ ২১টি যানবাহনের যাত্রীরা জীবন বাঁচাতে নদীতে ও চরে ঝাঁপ দেয়। এ সময় রুটটিতে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

পরে ৬টি ফেরি প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৪টার দিক আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ফেরির তৃতীয় তলার মাস্টার রুম, যাত্রী ছাউনি, একটি পোল্ট্রি ফিডের বাচ্চাবাহী কাভার্ডসহ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে সূত্র জানায়। ভোর ৫ টার দিক একটি আইটি জাহাজের সহযোগিতায় ফেরিটিকে কাওরাকান্দি ঘাটে আনা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫/৬ জন যাত্রী আহতের খবর পাওয়া গেলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এর ফলে উভয়পাড়ে প্রায় ২ শতাধিক যানবাহন আটকে পড়েছে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।