তিনি বলেছেন, ১৪ দলকে সম্প্রসারণের মাধ্যমে বিএনপি-জামায়াতের ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখছে তা ভেঙে দিতে হবে।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে দলের এক সাধারণ সভায় তিনি এ কথা বলেন। ওর্য়ার্কাস পার্টি চট্টগ্রাম জেলা শাখা এই সভার আয়োজন করে।
রাশেদ খান মেনন বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার আবার ক্ষমতায় এলে দেশে জঙ্গিবাদেও পুনরুত্থান ঘটবে। সাম্প্রদায়িক ও মৌলবাদি এই চক্র দেশকে বর্তমান অবস্থা থেকে অনেক পিছনে টেনে নিয়ে যাবে।
আগামী নির্বাচনে এই ‘অপশক্তিকে’ রুখতে দেশের সব অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।
জামায়াতে ইসলামকে রক্ষায় হেফাজতে ইসলাম কাজ করছে দাবি করে মেনন বলেন, হেফাজতে ইসলাম আসলে হেফাজতে জামায়াত। কওমী মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে এই সংগঠন গড়ে তোলার পেছনে কাজ করছে জামায়াত। পরে তাদের সঙ্গে যুক্ত হয়েছে বিএনপি।
তরুণ প্রজন্মের গণজাগরণকে জাতির ইতিহাসে গৌরবজনক অধ্যায় অভিহিত কওে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারকে কেন্দ্র করে পুলিশ ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এবং রাষ্ট্রীয় স্থাপনায় জামায়াতের তা-ব চরম নিন্দনীয়।
সভায় সভাপতিত্ব করেন ওর্য়ার্কাস পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক আবু হানিফ।
শরীফ চৌহানের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নুরুল ইসলাম, ইন্দ্র কুমার নাথ, শামসুদ্দিন খালেদ সেলিম, মোখতার আহম্মদ ও আবু সৈয়দ বলাই প্রমুখ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।