আমাদের কথা খুঁজে নিন

   

ছয় মাসে জব্ধ আড়াইশ’ কোটি টাকার চোরাইপণ্য

শুক্রবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এ বছরের জানুয়ারি মাস থেকে শুরু করে জুন পযর্ন্ত সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিজিবি ২ শত ৫২ কোটি ৯৭ লাখ টাকার বিভিন্ন চোরাচালান ও মাদকদ্রব্য জব্ধ করেছে।
জব্ধকৃত মালামালের মধ্যে রয়েছে ২ লাখ ৭৫ হাজার ৫৪৪ বোতল ফেন্সিডিল, ২ লাখ ৭৫হাজার ৬৫টি ইয়াবা বড়ি, ৮২ হাজার ১০৯ বোতল বিদেশি মদ, ২ হাজার ৭০০ লিটার স্থানীয় মদ ও ২০ হাজার ২৪১টি নেশাজাতীয় ইনজেকশনসহ প্রচুর পরিমাণে বিয়ার, গাজা ও হেরোইন।
এ সময়ের মধ্যে চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৮শ’৫৮ জনে আটক করা হয়েছে, মামলা হয়েছে ১২ হাজার ২৭২টি।
এছাড়া গত ছয় মাসে সীমান্তে ৩ শ’২২ জন নারী ও ৮৫ জন শিশুকে বিদেশে পাচারকালে উদ্ধার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।