ভুত মোর নাম.. আছর দেয়া যার কাম.. যুগে যুগে কালে কালে যারাই সীমালঙ্ঘন করেছে তারাই পুরস্কৃত হয়েছে। যারাই শোষণের হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছে তারাই আনন্দে অবগাহন করেছে। যারা সব চেয়ে বেশী অশান্তির কারণ হতে পেরেছে তারাই শান্তিতে নোবেল পেয়েছে, যারা সবচেয়ে বেশী মানবাধিকার লঙ্ঘন করেছে তারাই মানবাধিকার পুরস্কারে ভূষিত হয়েছে। আরো সহজ করে যদি বলি দালালী যারা করতে পারে তারাই সম্মানিত হয়। বেশী দূরে না গিয়ে যদি কাছেই তাকাই মিয়ানমারের শু চি’র কথা, এই শু চি শান্তিতে নোবেল পেলো অথচ তিনি শান্তি প্রতিস্টায় কি করেছে আমার জানা নাই।
কিছুদিন আগেও সেখানে মুসলিম গনহত্যার মদদ যুগিয়েছেন। এভাবে সারা পৃথিবীতে সার্চ করলে দেখা যাবে এরকমই অবস্থা। আজ শুনলাম ম খা আলমগীর ও মাহফুজুর রহমান মানবাধিকারে ভূষিত হয়েছে। তবে কি ঈর্ষা জেগেছে ?? না এমনটি মোটেই নয়। যার যেটা প্রাপ্য সেটা পেলে কারো মাথা ব্যাথা হওয়ার কারণ থাকেনা।
এখন কাদের মোল্লাকে মুক্তিযোদ্ধা ঘোষনা করা হয় সেটায় যেমন শুনতে বলতে মানতে ভালো লাগবেনা। এটাও আমার কাছে তেমনি মনে হচ্ছে। আমার গ্র্যান্ড ফাদার বলতেন শেষ জামানায় দুধ নিবে ছাগলে মান নিবে পাগলে এখন আমি নিশ্চিত হলাম এটা শেষ জামানা এবং সে কথার বাস্তবতা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।