সেই রাসূল(সাঃ)-এর সময় থেকে শুরু করে, ইসলামী খিলাফতের হাজার বছরের স্বর্ণযুগে, এই মাহে রমাদ্বান কেবল কি ২০ রাক'আত তারা'উয়িহ-তে ক্বু্র'আন তিলাওয়াতের মাস হিসেবে সীমাবদ্ধ ছিল?
নাকি ছিল ক্বুর'আন নাযিলের মাসে, সমাজে ক্বু্র'আনের শিক্ষা আর রাষ্ট্রে ক্বু্র'আনের আইন বাস্তবায়নের মাস?
রমাদ্বান ছিল বিজয়ের মাস, জিহাদের মাস! রমাদ্বান ছিল শাহাদাতের মাস, জমিন থেকে কুফর নির্মূলের মাস!
২য় হিজরিঃ বদরের বিজয়
৮ম হিজরিঃ মক্কা বিজয়
১৩ হিজরিঃ পারস্য বিজয় শুরু
৩১ হিজরিঃ উত্তর আফ্রিকা বিজয় শুরু
৫৩ হিজরিঃ রোডস দ্বীপ বিজয় যা কনস্টান্টিনোপল বিজয়ের রাস্তা সুগম করে
৯১ হিজরিঃ বিন যিয়াদের নেতৃত্বে স্পেন তথা পশ্চিম ইউরোপ ও বলকান বিজয় শুরু
৯২ হিজরিঃ বিরবাত উপত্যকার যুদ্ধে বিজয়
৫৮২ হিজরিঃ সালাহদ্বীন আইয়ুবির নেতৃত্বে ক্রুসেডারদের বিরুদ্ধে জেরুজালেম বিজয়
৬৩৮ হিজরিঃ এন্টিওখ বিজয়ের মাধ্যমে ক্রুসেডারদের শায়েস্তা
৬৫৮ হিজরিঃ তাতারের বিরুদ্ধে ডিসাইসিভ বিজয়
৮৩৭ হিজরিঃ গ্রীস বিজয় শুরু
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।