আমাদের কথা খুঁজে নিন

   

অশেষ বাবু



গলির মোড়ে অশেষ বাবু গেলেন হঠাৎ থেমে, চাদরখানি জড়িয়ে নিলেন যদিও গেছেন ঘেমে। বুক পকেটে মুঠোফোনটি বাজছে তারস্বরে, বন্ধু জন এক ফোন করেছে খুশিতে চোখ ভরে। হ্যালো, হ্যালো আমি অশেষ শুনতে তুমি পাও? চাকরি আছে তোমার কাছে? একটি আমায় দাও! এটা ওটা বলার পরে ফোনটা বিরস মুখে বুক পকেটে ঢুকিয়ে রাখেন হাঁটতে থাকেন দুখে। এই আমাদের অশেষ বাবু তিরিশ বছর ধরে হন্যে হয়ে চাকরি খুঁজেন, মন টেকে না ঘরে। চাকরি কি আর পান না তিনি পান নি খবর কিছু! কিন্তু তাদের সবতাতে যে ঝামেলা থাকে কিছু। কোনটাতে খাটনি বেজায় মাহিনা দেয় কম, অন্যটাতে দিলেও টাকা মালিক তো নয় যম। অনেক খরচ যাওয়া আসায় অনেক দূরের পথ, এমন চাকরি করার জন্য কে আর দেবে মত! আজকে কিন্তু অশেষ বাবু করেছেন এক পণ, চাকরি নিয়েই যাবেন ঘরে নইতো যাবেন বন। যদিও জানি আজও তিনি ফিরবেন ঠিক বাড়ি চাকরি ছাড়াই মধ্য রাতে মুখটি করে হাঁড়ি! ভালো একটা চাকরির খোঁজ তোমরা যদি পাও, অশেষ বাবুর কাছে তবে সুখবরটা দাও। না যদি পাও ঠিকানা তার আমায় বলো যেনো, বলব আমি চাকরি আছে; চাকরি খোঁজ কেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।