আমাদের কথা খুঁজে নিন

   

আজ এই নির্জনে শুধু আমি আর সে, সে আর আমি , মিলে মিশে একাকার ।



আমি লেখক নই, নই কোন কবি । কি করে শুরু করতে হয় সে ক্ষমতা বিধাতা মনে হয় আমার মাঝে দেন নাই । শুরু তো করতে হয় তাই শুরু করা । হোক না সে নিন্দিত অথবা নন্দিত । আজ বর্ণালীর মোড় থেকে বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পথ বৃষ্টিতে ভিজে আসলাম ।

বৃষ্টিতে ভিজে আসা , শুধু কি এই টুকুই ? না আরও অনেক কিছু । রাত ১০.৪০ মিনিট । গায়ে শার্ট , জিন্স প্যান্ট আর পায়ে স্যান্ডেল । আর না বললেই নয় হাতে একটি প্লাস্টিকের ফাইল । চারিপার্শে রুমু ঝুমু নুপূরের শব্দে বৃষ্টি ।

মাথার উপর মেঘের গান । বৃষ্টির নুপূরের শব্দ , মেঘের গান আর বাতাশের সো সো ধ্বনি সব মিলিয়ে এক পাগল করা মোহ । নেই ইলেক্টিসিটি । আসলেই প্রকৃতি আজ প্রকৃত । মনে হল রূপ যৌবনা প্রকতি আজ শুধু আমার জন্যই অপরুপ সাজে সেজেছে ।

ডাকছে আমায় পাগল করা রূপে । সেই রূপের কাছে হার না মেনে কি উপায় । তাইতো রিক্সা না নিয়ে প্রকতির রূপ সুধা পান করতে আমার বাড়িতে আজ হেঁটে গমন । আমার প্রকৃতি প্রেমিকা আজ আমার মোন থেকে সব গ্লানি , বিষন্নতা দূর করে দিল । বৃষ্টির শিহরন জাগানো স্পর্শ গায়ে মেখে, মেঘের মোহনিয় গান শুনে আমি উতবেলিত , তার পরেও কী যেন নেই ।

আমার প্রকৃতি প্রেমিকা আমায় বলে দিল , বৃষ্টির সাথে মাটির আছে এক গভীর টান । সেই মাটিই যদি তোমার অঙ্গে না লাগে তবে তুমি আমায় কতটুকু বুঝলে , কতটুকু ভালবাসলে । সেই টানেই মাটির স্পর্শ পেতে আমার সেন্ডেল খুলে হাতে নেওয়া । আমার প্রকৃতি প্রেমিকার সাথে আজ আমার গভীর প্রেম । সেও আজ চায়নি তার আর আমার মাঝে কেউ থাকে ।

তাইতো আজ রাস্তায় ছিল না কেউ । আজ এই নির্জনে শুধু আমি আর সে, সে আর আমি , মিলে মিশে একাকার ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।