আমাদের কথা খুঁজে নিন

   

চার দিন পর মা-মেয়ের লাশ উদ্ধার

বাংলার জনগন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীতে ডুবে যাওয়া পণ্য ও যাত্রীবাহী নৌকা থেকে নিখোঁজ হওয়া মা-মেয়ের লাশ চার দিন পর উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে স্থানীয় ডুবুরিদের মাধ্যমে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁরা হলেন—রূপচান আক্তার (২৮) ও তাঁর শিশুকন্যা সুমাইয়া আক্তার (৬)। সে সঙ্গে এক হাজার ৪০০ মণ ধানসহ নৌকাটি নদীর তীরে আনা সম্ভব হয়েছে। দুর্ঘটনার কবল থেকে বেঁচে যাওয়া রূপচান আক্তারের স্বামী মো. আবদুর রউফ জানান, পণ্য ও যাত্রীবাহী নৌকাটি কিশোরগঞ্জের মিটামইন উপজেলা থেকে ভৈরবে যাচ্ছিল।

গত সোমবার রাত নয়টার দিকে সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের তারাখলা গ্রামের কাছে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। ওই নৌকায় শিশু ও নারীসহ ২৭ জন যাত্রী ছিল। তাদের মধ্যে ২৫ জন সাঁতরে তীরে পৌঁছালেও মা-মেয়ে নিখোঁজ হয়ে যান। উদ্ধার হওয়া মা-মেয়ের বাড়ি কিশোরগঞ্জের মিটামইন উপজেলার কেওয়ারজোড়া ইউনিয়নের রানীগঞ্জ গ্রামে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, মা-মেয়ের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।