আমি নিজে রুফ গার্ডেনার এবং আমি মনে প্রাণে চাই আমাদের এই শহরটির ছাদ সবুজে ভরে যাক।
আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরান মজিদে ডুমুর নিয়ে একটি সূরা আছে । সূরাটির নাম আততীন । সূরার প্রথম আয়াতেই আল্লাহ তাআলা বলেন, "শপথ তীন ও যায়তুনের" । ডুমুরকে আরবীতে তীন বলা হয় ।
ডুমুর একটি অতি উপাদেয় ফল । বাংলাদেশের আনাচে কানাচে যে ডুমুর দেখা যায় তার ফল ছোট এবং খাওয়ার অনুপযুক্ত । সাধারণত এই ফল পাখিরা খেয়ে থাকে । কোন কোন জায়গায় এটি তরকারী হিসাবে সীমিত ব্যবহৃত হয়ে থাকে । ডুমুর মূলত মধ্যপ্রাচ্যের ফল ।
যদিও বর্তমানে সারা বিশ্বেই এর প্রসার ঘটে । বিশ্বজুড়ে ফল হিসেবে যে ডুমুর সমাদৃত তা খাওয়ার উপযুক্ত । ফল নরম ও মিষ্টি ।
আমার ছাদের ডুমুর গাছের ছবি
ডুমুর সম্পর্কে বিস্তারিত জানুন শীতল রুফ গার্ডেন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।