ধূমপায়ী অর্থাৎ তামাক সেবীদের তামাকের জন্য ব্যয় করা অর্থের ৬৯ভাগ যদি খাদ্যের পেছনে ব্যয় করা হয় তবে অপুষ্টির কারণে যেসব শিশু অকালে মারা যায় তার ৫০ভাগ শিশুকে বাঁচানো সম্ভব। দরিদ্র বিড়ি সেবনকারীরা প্রতিদিন গড়ে ৮ কোটি টাকা এবং প্রতিবছর প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয় করে। এ বিপুল পরিমাণ অর্থ দিয়ে দেশে ৭২ লাখ অপুষ্ট শিশুর প্রত্যেককে এক গ্লাস দুধ অথবা ৫৩ লাখ অপুষ্ট শিশুর প্রত্যেককে এক গ্লাস দুধ ও একটি ডিম দেয়া সম্ভব, যা অপুষ্টিজনিত মৃত্যু নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাসস্ট্যান্ড প্রাঙ্গণে সিরাক-বাংলাদেশ ও ডাব্লিউবিবি ট্রাস্ট আয়োজিত এক অবস্থান কর্মসূচীতে বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরও বলেন, বিড়ি-সিগারেটের উপর কর বৃদ্ধি ঘটলে এসব তামাকজাত দ্রব্যের দাম বাড়বে।
দাম বাড়লে সেবনের হার কমবে। ২০০৮ সালে এইচডিআরসি’র এক গবেষণায় বলা হয়েছে, বিড়ি-সিগারেটসহ তামাক খাত থেকে সরকার যে পরিমাণ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও রাজস্ব (ট্যাক্স) বাবদ যে পরিমাণ অর্থ পায় তার চেয়ে দ্বিগুণের বেশি পরিমাণ অর্থ তামাকজনিত রোগে আক্রান্তদের স্বাস্থ্য সেবায় ব্যয় হয়।
বক্তারা নীতিনির্ধারকদের প্রতি আহবান জানিয়ে বলেন, আন্তজার্তিক তামাক নিয়ন্ত্রণ চুক্তি ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি)-র আর্টিকেল-৬ নং ধারায় তামাক ব্যবহার হ্রাসে কর বৃদ্ধির কথা বলা হয়েছে। বিগত ২০ বছরে দেশে চাল, ডাল, তেল, লবনসহ নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম কয়েকগুণ বেড়েছে। কিন্তু মরণঘাতি পণ্য বিড়ি-সিগারেটসহ তামাকজাত দ্রব্যের দাম বাড়েনি।
ফলে দেশে দরিদ্র জনগণসহ তরুণ প্রজন্মের মধ্যে ধূমপানের হার বেড়ে চলেছে। তাই অবস্থান কর্মসূচী থেকে সকল জনপ্রতিনিধিদের প্রতি জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতি রায় সকল তামাকজাত দ্রব্যের উপর কর বৃদ্ধি বিষয়ে বলিষ্ঠ পদপে গ্রহনের আহবান জানানো হয়।
অবস্থান কর্মসূচীতে সিরাক-বাংলাদেশ’র প্রোগ্রাম অর্গানাইজার মোঃ বরকত উল্লাহ ভূঞা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্যবসায়ী মোঃ আসাদুল হক, ডা. মোঃ মোস্তাফিজুর রহমান, প্রবীন সমাজসেবী মোহাম্মদ আলী, ব্যবসায়ী মোঃ মোশাররফ হোসেন, সিরাক-বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার মোঃ অলি আহাদ সহ উপজেলার বিভিন্ন শ্রেণীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচীতে অংশগ্রহন করেন। পরে একটি স্বার গ্রহন কর্মসূচীতে উপজেলার ১০০ জন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সকল প্রকার তামাকের উপর কর বৃদ্ধির জন্য দাবি জানিয়ে স্বাক্ষর প্রদান করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।