Woods are lovely dark and deep And I have a promise to keep
কিছুক্ষন আগে মোবাইলে একটি ম্যাসেজ পেলাম। যতটুকু পড়লাম মনে হচ্ছে কোন লটারী বা এ জাতীয় কিছু জেতার কথা বলা হচ্ছে। আজকাল তো নতুন নতুন প্রতারনার কৌশল আবিস্কার করছে প্রতারকেরা। নীচে আমার মোবাইলে আসা ম্যাসেজটা উল্লেখ করছি ।
Dear Sir Madam, your number Has been selected by our official draw to win 5000$ please call our service free immediately with our congrats.
পড়ে যা বুঝলাম তাহলো, ৫০০০ ডলার জয়ের জন্য আমি মনোনীত হয়েছি। এখন তাদের নাম্বারে কল করতে হবে। এতদিন অনলাইনে বিভিন্ন মেইলের মাধ্যমে এ জাতীয় লটারী জয়ের ভুয়া তথ্য পাওয়া যেত। এখন দেখছি মোবাইলেও শুরু হয়েছে।
ব্লগের সচেতন ব্লগারদের কাছে এ বিষয়ে পরামর্শ কামনা করছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।