সুন্দর পৃথিবীর জন্য শুভ কামনা
এসো বন্ধু নরকের আগুনে ভালবাসা আঁকি!
জীবন্ত আগ্নেয়োগিরির তপ্ত লাভার বুকে লাঙ্গল চালাই
চিরে চিরে চৌচির করি গলিত সভ্যতা,
যদি খুঁজে পাই সত্যের বীজ
মিনতি করি শুষে নাও তোমার জঠোরে,
মিথ্যের আগাছা সরায়ে সত্য অঙ্কুরিত হোক,
আঁধার ফুড়ে আলোরা সামনে আসুক।
এসো বন্ধু তোমার আকাশে ভালবাসা আঁকি
প্রতিহিংসার কালো সামিয়ানা সরায়ে রাখি
দেয়ালে খোদাই করে দু’জনে লিখি
একটি নাম বাংলাদেশ।
এসো বন্ধু তোমার হৃদয়ে একটি মানচিত্র আঁকি
একটি পতাকা তোমার হাতে রাখি
অথবা রক্ত স্নানে তোমাকে পবিত্র করি
তবুও তোমার জঠোরে সত্যের শিশুরা
বেড়ে উঠুক সবুজের কোলাহলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।