আমাদের কথা খুঁজে নিন

   

এক ভবঘুরের আর্তনাদ

ভবঘুরের ডায়েরি

আজ কেমন যেনো লাগছে । কেমন আনমনা আমি । সবকিছুই আমার কাছে ধুসর। হাজার কোলাহলের মাঝে এক অপার্থিব নিস্তব্দতা । শত আবেগের ভীড়ে মহাশুন্যের অস্পষ্টতা ।

আজ রাস্ততার হেডলাইটগুলো আমার চোখে আলো ফেলে না । আমি জানি এটা আমার অনুভুতি না । এটা সাহিত্যের কথা , কিছু আমার মত আবেগহীন পাগলের প্রলাপ । আসলেই আমি আবেগহীন । তুমিও বলেছিলে সেই কথা ।

বলেছিলে আমার মত মানুষকে কেউ ভালোবাসতে পারে না । ঠিক বলেছিলে । আমি কারো ভালোবাসার যোগ্য না । বাসেও নি কেউ । হ্য়ত বাসবে না ।

আমি তাও তোমাকেও ভুলে গেছিলাম । এক সুখের স্মৃতি হিসাবে ঠেলে দিয়েছিলাম মস্তিস্কের অন্ধকারে । জীবনটা চলছিলো খারাপ না । সারাদিন গরুর মত দোড়াদোড়ি , আর রাতের বেলা একাকিত্বের সাথে বন্ধুত্ব । হাতে জলন্ত সিগারেট ।

শুধু একটাই চিন্তা যদি সিগারেটের ধোয়ার মত জীবনটাকেও আকাশে উড়িয়ে দেওয়া যেতো। পারি নি । জীবনটাকে উড়িয়ে দিতে পারি নি । আমার বুকে সাহসের অভাব ছিলো । নইলে কতোবার ভেবেছি ছাদের থেকে লাফ দিবো ।

তো বার ভেবেছি পাখির মত উড়ে যবো । পারি নি । এখন বুঝেছি । আসলে আমি তোমাকে ভালোবাসিনি । শুধু ছলনা করছি ।

আমি বলেছিলাম তোমার জন্য আমি জীবন দিতে পারি , ভুল বলেছিলাম । তুমি ঠিক করেছো । আমার মত একজন মিথ্যাবাদীকে ভালো না বেসে । আমি তোমাকে ভুলে গেছি । আমি সফল ।

আমার মধ্যে তোমার আর কনো অস্তিত্বের চিহ্ন নেই । শুধু মনের মধ্যে ছিল একটা প্রশ্ন । "তুমিও কি আমার কথা ভুলে গেছো ?" আমি তোমার জীবনে আর দশটা ছেলের মত স্মৃতির পাতার বিস্মৃত অধ্যায় । শুধু এই একটা প্রশ্নের কারনে তোমার কথা মনে রেখেছিলাম । আর কোনো কারন নেই ।

তুমি আবার ভেবো না আমি তোমাকে ভালোবাসি । This is pure ego . আর কিছুই না । শুধু এই একটি মাত্র কারনে তোমাকে ফোন দিয়েছিলাম । তুমি আবার ভুল বুঝো না । ভেবোনা তোমার প্রেমে হাবুডুবু খেয়ে তোমাকে ভুলতে না পেরে এ কাজ করেছি ।

কোনোদিনো না । ভুলেও এ কথা ভেবো না । আমি যতবারই চোখের পানি ফেলেছি ততবারি শুধুই নিজেরই জন্য । আমি এখন অনেক বাস্তব । আবেগের মত অচল বস্তুর আমার জীবনে কোনো স্থান নেই ।

আমি মুক্ত । আমি স্বাধীন । তবে আজ কি হল !!!!!!!!!!! আজ কেনো তোমার নাম শুনে আমার সমস্ত পৃথীবী থেমে গেল । আমার শরীরের প্রতিটি অনু পরমানু বিদ্রোহ ঘোষনা করল । আমার শরীরে এক অস্থির কম্পন অনুভব করলাম , ভালোবাসার না , হতাশার না , ক্রোধের , শুধুমাত্র ক্রোধের ।

মনে হচ্ছিল সবকিছু ভেঙ্গে চুরমার করে দি । সিগারেটের ছাই এর মত সব ধুলোই মিশিয়ে দিই । শুধুমাত্র মানুষ কেন আমি ?? কেন আমি মানুষের চাইতেও বড় কিছু না ? কেন আমি বিধাতা না ????? বিঃদ্রঃ এটা পাগলের প্রলাপ । এ ছাড়া অন্য কোনো অর্থ নেই ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।