আমাদের কথা খুঁজে নিন

   

Photo Editing এর সাতকাহন

পাপ কখনও পিছু ছাড়ে না আজ হোক কাল হোক সে মূল্য নিতে আসবেই ।
ছবি Editing এর জন্য Photoshop ই সেরা । কিন্তু এটি ব্যবহার করা এবং বোঝা সময় সাপেক্ষ ব্যাপার । এটি সম্পূর্নভাবে বুঝতে হলে অভিজ্ঞ কারো সহায়তাও দরকার । তাই আজ আমি এমন কিছু সফটওয়্যারের এর কথা বলব যে গুলো দিয়ে খুব সহজে ছবির উপর বিভিন্ন কাজ করা যাবে এবং এগুলো এই সফটওয়্যার দিয়ে করা খুব সহজ ।

যা Photoshop দিয়ে করা হয়ত ততটা দ্রুত সম্ভব না । আসুন তাহলে পরিচয় করিয়ে দিই Software গুলোর সাথে ১. Face Smoother (ঝকঝক তকতক করে ফেলুন ছবি ): এই Software সাহায্যে ছবিকে Smooth/Sharp করা যাবে । যার ফলে ছবি হয়ে উঠবে আরো আকর্ষনীয় । ব্যবহার : Software টি ইন্সটল দিয়ে আপনি ছবিটি ওপেন করুন এবং Smooth বাটনে ক্লিক করে ছবিটি চমৎকার করে ফেলুন । এছাড়া এই সফটওয়্যারটি দিয়ে আপনি কালার বা ইমেজ রি-সাইজ করতে পারবেন ।

Size : 2 MB Click This Link ২. Picasa-3 (মোবাইল ক্যামেরার ছবিকে উপস্থাপন করুন আরও সুন্দর ভাবে ): এই Software টি দিয়ে মোবাইলের লো রেজ্যুলেশনের ছবিকে আকর্ষনীয় করে তোলা যায় । ব্যবহার : কোন ছবি কে এটি দ্বরা ওপেন করলে তিনটি অপশন দেখতে পাবেন । Basic Fixed,Tuning,Effects Basic Fixed এর মধ্যে আরও বেশ কিছু অপশন পাবেন যেমন : Crop,Straigthen,Redeye,I’m Feeling Lucky,Auto Contrast,Auto Color,Retouch,Text & Fill Light Straigthen এই অপশন দ্বারা কোন বাকা ছবিকে নিজের পছন্দ মত সোজা করে নেয়া যাবে । I’m Feeling Lucky এই অপশন ক্লিক করলে সয়ংক্রিয় ভাবে ছবির Contrast,Color,Brightness ঠিক হয়ে যাবে । Tuning এ বেশ কিছু সুবিধা আছে ।

যেমন :Fill Light,Highlighuts,Shadows,Ges color Temparature Effects: এই অপশন দ্বারা ছবিতে বিভিন্ন এফেক্ট তৈরী করা যায় যেমন-Sharpen, Sapia, B&W, Warmify, Film Grain,Tint,Saturation,Soft Focus,Glow,Filtered B&W,Focal B&W, Ges Graduated Tint Click This Link ৩. SWF Text (যে কোন ফরমেটের ছবিকে Flash আকারে রুপান্তর ): এটি যে কোন ছবিকে Flash আকারে রুপান্তর করার আদর্শ সফটওয়্যার । এটির ব্যবহার খুবই সহজ ,মাত্র এক ক্লিকেই আপনি ছবিকে পারবেন Flash এ রুপান্তর করতে । Size : 2.26 MB http://www.mediafire.com/?txqx0zgwdgt 4. Easy Image Modifier (ছবিকে আকার দিন নিজের ইচ্ছে মতন ): মনে করুন কিছু ছবি নেটে আপলোড করবেন বা ইমেল এ কাউকে পাঠাবেন । কিন্তু ছবিগুলো ডিজিটাল বা হাই রেজুলেশনের কোন ক্যামেরা দিয়ে তোলা ,যার সাইজ অনেক বড় । এমনতবস্থায় এই ছবিগুলো আপলোড করতে গেলে প্রচুর সময় লেগে যাবে ।

কিন্তু Easy Image Modifier দিয়ে এই কাজটা দ্রুত ও সহজে করা যায় এবং মজার ব্যাপার হচ্ছে এটি দ্বারা ব্যাচ বা পুরো ফোল্ডার সহ ছবিকে রি সাইজ করা যায় এবং ইমেজের কোয়ালিটি নষ্ট হয় না শুধু আকার ছোট হবে । এজন্য যা করতে হবে Settings >resize>Active resizeing(টিক দিন)>Proportional : Keep Aspect ratio তে টিক দিয়ে দিন । Size : 212 KB Click This Link ৫. Magic Photo Editor (ছবিকে সাজিয়ে নিন মনের মত করে ) : ছবিকে মনের মত করে সাজানোর একটি Software হচ্ছে Magic Photo Editor । এটি ব্যবহার অত্যান্ত সোজা এবং এটি দিয়ে আপনি ইচ্ছে মত ছবিকে করে তুলতে পারেন আকর্ষনীয় । Size : 4 MB Downloading Link : Click This Link 6. Sqirlz Water (ছবিতে ওয়াটার রিফ্লেকশন ব্যবহার করে অ্যানিমেটেড ছবি তৈরী ): যারা নিজের ছবিতে এনিমেটেড করতে চান তাদের জন্য এটি একটি আদর্শ সফটওয়্যার ।

তাছাড়া এই সফটওয়্যার ব্যবহার করে ছবিতে ওয়াটার রিফ্লেকশন ব্যবহার করে অ্যানিমেটেড ছবি তৈরী করা যায় এবং তা .gif ফরম্যাটে সেভ করে ব্যবহারও করা যায় । ব্যবহার : Software টি Download করে চালু করুন এবং যে কোন একটি ছবি ওপেন করুন । Animation tab এ ক্লিক করুন । এবং প্রিভিউ দেখুন । ইচ্ছা করলে রেজুলেশন ইত্যাদি এডিট করতে পারবেন ।

সর্বশেষে Export এ ক্লিক করে ফরম্যাট নির্বাচন করে ছবিটি কম্পিউটারে সেভ করুন । Downloading Link : http://www.snapfiles.com/get/sqirlzwater.html ৭. Dream Light Photo Editor(কল্পনার চেয়েও বেশী রং দিন ছবিতে ): এই সফটওয়্যার দ্বারা আপনি ছবিতে নানা রকমের ইফেক্ট দিতে পারবেন যা কল্পনাকেও হার মানায় । এই সফটওয়্যার এ ১২৫ ধরনের ইফেক্ট আছে । তবে আপনি চাইলে এর চেয়ে বেশী ইফেক্ট দিতে পারবেন । যেমন আপনি একটি ইফেক্ট দিলেন তার উপর আবার একটি ইফেক্ট দিলেন এভাবেই আপনি হাজারের ও বেশী ইফেক্ট দিতে পারবেন ।

যে সমস্ত ইফেক্ট দিতে পারবেন : *Preset filter (10 effects) *Pencil drawing filter(10 effects) *Light Filter(10 effects) *Amazing Filter(10 effects) *Dream Filter(10 effects) *Weather Filter(10 effects) *Star Filter(10 effects) *Art Filter(10 effects) *Gradient Filter(10 effects) *Color Filter(10 effects) *Texture Filter(10 effects) *Edge Filter(10 effects) Downloading Link : Click This Link ৮. Face off Max (একজনের মাথা কেটে আরেক জনের মাথা লাগান ) এই সফটওয়্যার দিয়ে একেক জনের মাথা কেটে আরেক জনের মাথা কেটে লাগানো যায় । ব্যবহার খুবই সহজ । শুধু ছবি যোগ করে Next করে দলেই কাজ শেষ । শুধু মাথা না text & Ballon যোগ করতে পারবেন । নিচের লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এবং এর সাথে ক্রাক কী দেয়া আছে যা দিয়ে আপনি সফটওয়্যারটি ফুল ভার্সন করে নিতে পারবেন ।

Downloading Link : http://www.fileguru.com/Face-off-Max/info ৯.Photo Shine : (ছবিকে আরও আকর্ষনীয় করে তুলুন । ) এটি দিয়ে ছবিকে আরও দারুন করে তোলা যায় । এতে রয়েছে ৯ টি টুল । যা ব্যবহার করে ছবিতে দারুন সব ইফেক্ট দেয়া যায় । Size : 29 MB Downloading Link : Click This Link ১০. Twisted Brush pro Studio : সহজেই করুন আর্ট আর্ট প্রেমীদের জন্য অসাধারন একটি Software হচ্ছে Twisted Brush pro Studio V 17.00 এই Software দ্বারা মোটামুটি আর্ট শেখা সম্ভব ।

তবে যাদের আর্ট সম্পর্কে বিন্দু মাত্র ধারনা নেই তারা এই সফটওয়্যার দ্বারা আর্ট করতে পারবেন । এতে আছে বিভিন্ন ইফেক্ট এর মাধ্যমে Hand Printed art work এর দ্বারা একজন শিল্পির মতই উপস্থাপন করতে পারবেন । সফটওয়্যারটিতে Natural Me Art tool ফিচার রয়েছে ,যেমন Oils,acrylics,pastel,charcoal ইত্যাদি । ৫০০ Brush Feefct আছে এতে । এছাড়াও Photoshop এর মত layer,realistic,Media,photo cloning,tracing,masks,particles,filters ইত্যাদি রয়েছে ।

Size : 17 MB Downloading Link : http://www.pixarra.com/downloads/tbrusha.exe ১১. Ashampoo Photo Optimizer (ঘোলা ছবি নিমেষেই পরিস্কার করুন ) আমরা অনেক সময় অনেক বেখেয়ালে অনেক ছবি তুলি যা পরে দরকার হয়ে পড়ে । বেখেয়ালের জন্য দেখা যায় ফবি ঘোলা বা অপরিস্কার আসে । সেক্ষেত্রে আমরা Ashampoo Photo Optimizer সফটওয়্যারটা ব্যবহার করতে পারি । এটি দিয়ে আমরা নিমেষেই ঘোলা ছবি পরিস্কার করতে পারি । Size : 3 MB Downloading Link : Click This Link ১২. Passport Photo Studio (মাত্র কয়েক ক্লিকেই তৈরী করুন পাসপোর্ট সাইজ ছবি ) অনেক সময় Official কাজের জন্য পাসপোর্ট সাইজ ছবি দরকার পড়ে ।

হয়ত কোন সময় ব্যাস্ত থাকি বা কোন কোন সময় স্টুডিও থাকে বন্ধ । আবার অনেকের মাপ জানা থাকে না এবং একই সাথে অনেকেই PhotoShop দিয়ে ছবি পাসপোর্ট সাইজ করে কাটতে পারে না । তাদের জন্য এই কাজটি সহজ করে দিয়েছে Passport Photo Studio.এর জন্য আপনাকে প্রথমে ছবি তুলতে হবে । আপনি মোবাইল বা ডিজিটাল ক্যামেরা বা যে কোন ক্যামেরা দিয়ে ছবিটি তুলে আপনার পিসিতে নিন । পরে Passport Photo Studio সফটওয়্যাটি চালু করে ছবি এর মধ্যে ড্রাগ করুন এবং মাউস দিয়ে মাপটা সিলেক্ট করে নিন মানে কতটুকু অংশ নিবেন তা দেখিয়ে দিন ।

পরে সেভ করুন এবং প্রিন্ট করুন প্রিন্টারে অখবা পেন ড্রাইভে করে নিয়ে যান ল্যাব এ । Downloading Link : Click This Link ১৩. Black Magic Pro রঙ্গিন করে তুলুন সাদা কালো ছবিকে ) আমাদের বাসায় হয়ত খুজেলে সোনালী স্মৃতির সাদা কালো ছবি মিলবে । আমরা চাইলে এক নিমেষেই এই ছবি গুলোকে রঙ্গিনে রুপ দিতে পারি । এর জন্য দরকার হবে Black Magic Pro.যা দিয়ে নিমেষেই রঙ্গিন করে তুলতে পারি সাদা কালো ছবিকে । এতে আরও অনেক টুলস আছে যা দ্বারা ছবিতে আরও ইফেক্ট লাগাতে পারি ।

আমাদের দেশের অনেক স্টুডিও তে এই সফটওয়্যার দ্বারা ছবিকে রঙ্গিন করা হয় । Downloading Link : Click This Link ১৪. AMS Software Photo Effect Studio(50 টিরও বেশী ইফেক্ট দিয়ে ছবি করে তুলুন অসাধারন ) ছবিকে আরও বেশী আকর্ষনীয় করে তোলা যায় এই সফটওয়্যার দিয়ে । আছে ৫০ টি টুলস ইফেক্ট । যা দিয়ে আপনি করতে পারেন আপনার ছবিকে ভিন্ন আউটলুক । যে সমস্ত ইফেক্ট আছে এই সফটওয়্যারে *Intuitively clear user interface *Processing and scenery of photos *More than 50 built in standard and original effects *Change of the size, brightness, contrast, a saturation, colors etc *Imposing various in a photo, including traditional and original *The instant preview of effect before its application *The press of ready images on the printer Downloading Link : Click This Link ১৫. Nature Illusion studio Professional (জীবন্ত করে ফেলুন স্থির চিত্র কে ) মনে করুন ঝর্নার পাশে দাড়িয়ে ছবি তুলেছেন।

ছবিতে দেখা যাচ্ছে ঝর্নার পানি স্তির ,পানি পড়ছে না । যদি এমন ভাবে দেখা যেত যে পানি কলকল শব্দে পড়ছে , সাথে পাখি উড়ছে ,প্রজাপতি নড়ছে ; তাহলে কেমন হতো ? হ্যা এই সব কিছু আপনি যোগ করতে পারবেন এই সফটওয়্যারটি দিয়ে । এছাড়াও আরো অনেক ইফেক্ট যোগ করার মাধ্যমে ছবিকে করে তুলতে পারবেন জীবন্ত । তাছাড়া ছবিকে .Exe,screen saver,avi,,gif ইত্যাদি ফরম্যাট দিতে পারবেন । Downloading Link : Click This Link ১৬.Inpain (ছবি থেকে মুছে ফেলুন অপ্রয়োজনীয় অংশ) অনেক সময় আমরা অনেক সুন্দর সুন্দ ছবি তুলি যা দেখতে খুব সুন্দর হয় ।

হয়ত মাঝে মাঝে ছবিতে অনেক অংশ থাকে যা না থাকলে ছবি হয়ত আরও সুন্দর হতো । এসব অপ্রয়োজনীয় অংশ আমরা এই সফটএয়্যার দিয়ে সহজেই মুছ ফেলতে পারি । সফটওয়্যারটি ব্যবহার করা অত্যান্ত সোজা । Click This Link ১৭.Image Resizer (দ্রুত ছবি বা ইমেজ কে রিসাইজ করুন) অনেক সময় মেইল বা ফেসবুক বা মেসেঞ্জার এ ছবি আপরোড করার দরকার পড়ে এক্ষেত্রে ছবির সাইজ যদি বড় হয় তাহলে বিপাকে পড়তে হয় । বিশেষ করে যদি ভালো কোন ডিজিটাল ক্যামেরা দিয়ে তোলা হয় তাহলে ছবির সাইজ অকনক মেশী হয় ।

সেক্ষেত্রে ছবি ছোট বা রিসাইজ করার দরকার পড়ে যা আমরা খুব সহজে এবং দ্রুত এই সফটওয়্যার দিয়ে করতে পারি । ব্যবহার যে ছবিকে রিসাইজ করবেন তার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Resize > Pictures এ ক্লিক করুন । এবার চারটি অপশন দেখতে পাবেন । এখান থেকে যে কোন একটিকে সিলেক্ট করুন পরে OK করুন । আপনি চাইলে Advanced>customize দিয়েও নিজের ইচ্ছে মত ছবি কে আকার দিতে পারবেন ।

Size : 520 KB Downloading Link : Click This Link ১৮. Virtual Hair style Fab (বিউটি পার্লার এখন আপনার কম্পিউটারে ) সফটওয়্যার টি দিয়ে ছবিতে নানা রকমের অপশন যোগ করা যায় । বিশেষ করে পার্লারের সাজ সজ্জা । এই সফটওয়্যার দ্বারা আপনি ছবিতে ঠোট ,ভ্রু ইত্যাদি সুন্দর করতে পারবেন । এছাড়া পছন্দমত চুল , হেয়ার স্টাইল ,চশমা,কানের দুল ,গযনা , মাথার ক্যাপ,পোশাক এমন ক জুতা সহ যোগ করতে পারবেন । Size : 19 MB Downloading Link : Click This Link ১৯. Photo Art Studio (ছবি এডিটিং এর অসাধারন একটি সফটওয়্যার) অনেক ধরনের ইফেক্ট রয়েছে ছবিটিতে ।

যা না ব্যবহার করলে বুজবেন না । অনেক সব ইফেক্ট দ্বরা ছবিকে করে তুলতে পারবেন চমকপ্রদ । Click This Link ২০.framephotoeditor দুটি ছবিকে একত্র করুন । এই সফটওয়্যারটি দিয়ে দুটি ছবিকে একটি ছবিকে রুপান্তর করতে পারবেন । যে কোন বিখ্যাত ব্যাক্তির সাথে লাগাতে পারবেন আপনার ছবি ।

http://www.framephotoeditor.com/ আপনাদেরকে আমার IT Group এ আমন্ত্রন যে কোন IT সমস্যা Online Base Solution Full Free In Charge DIGITAL TEAM LIMITED
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।