আমাদের কথা খুঁজে নিন

   

কালিমপং-লাভা ট্যুর, অক্টোবর, ২০১০ - ছবি ব্লগ -১

'জীবন' হলো এক কাপ গরম চা আর একটা জ্বলন্ত বেনসনের মতো। গরম চা একসময় জুড়িয়ে যাবে, বেনসনের তামাকও পুড়ে শেষ হয়ে যাবে।

বেশ কিছুদিন থেকেই ভাবছিলাম কালিমপং ট্যুর-এর ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করবো। সময়াভাবে ছবি আপলোড করা হয়নি এতদিন। ক্ষমা প্রার্থনা করছি সেজন্যে। কিছু ছবি দিলাম। আশা করি ভালো লাগবে। সামনে আরও অনেক ছবি আপলোডের অপেক্ষায়... পর্ব-১ পড়ার জন্যে এখানে ক্লিক করুন পর্ব-২ পড়ার জন্যে এখানে ক্লিক করুন পর্ব-৩ পড়ার জন্যে এখানে ক্লিক করুন কালিমপং-লাভা ট্যুর, অক্টোবর, ২০১০ - ছবি ব্লগ -২ কালিমপং-লাভা ট্যুর, অক্টোবর, ২০১০ - ছবি ব্লগ -৩ হোটেল রুম থেকে সকাল বেলায় তোলা কালিমপং শহরের ছবি কালিমপং-এর ৭ টা স্পট ঘুরতে যাবার সময় সবচেয়ে প্রথম বৌদ্ধ মন্দির দেখতে যাচ্ছি বৌদ্ধ মন্দির ওই দূরে দূর্গা মন্দির আবারও দূর্গা মন্দিরের ছবি হনুমান মন্দির ডেলো পার্কে ঢোকার সময়ে তোলা ছবি ডেলো পার্কের ভেতরে ঢোকার পর মনে হলো ভূ-স্বর্গে চলে এলাম আবারও ডেলো পার্ক ডেলো পার্কে পায়ে হাঁটা রাস্তা ডেলো পার্ক থেকে তোলা দূর পাহাড়ের ছবি ডেলো পার্কে রিসোর্ট ডেলো পার্কের সৌন্দর্য ভিউ পয়েন্ট বৌদ্ধ মনেস্টারির ভেতরে বৌদ্ধ মনেস্টারির ভেতরে গা ছমছমে পরিবেশ বৌদ্ধ মনেস্টারির বাইরে বৌদ্ধ মনেস্টারি থেকে তোলা ছবি বৌদ্ধ মনেস্টারি থেকে তোলা দূর পাহাড়ের ছবি বৌদ্ধ মনেস্টারির বাইরের কারুকাজ অর্কিডের বাগানে দুর্লভ ক্যকটাস গাছ পাইন ভিউ ক্যাকটাস বাগানে তোলা ছবি গাড়ির ভেতর থেকে তোলা স্কুলের শহর কালিমপং-এর রাস্তায় জ্যাম সন্ধ্যার আলোতে কালিমপং কালিমপং বাস স্ট্যাণ্ড কালিমপং বাস স্ট্যাণ্ডে তোলা ছবি আমার আরও ভ্রমণ বিষয়ক পোষ্টগুলো: নীলিমা যেখানে মিশেছে নীলে: বান্দরবানের গহীনে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে ফিরে এলাম কোম্পানীগঞ্জের কমলার বাগান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্মৃতি বিজড়িত টুঙ্গিপাড়া - ছবি ব্লগ সুনামগঞ্জের নারায়ণতলা: পাহাড় আর ঝিরির এক অপূর্ব মিলনমেলা গজনী-লাউচাপড়া: অবিশ্বাস্য সৌন্দর্যের আধার বারিক্কা টিলা: বাংলাদেশের মানচিত্রে যেন ছোট্ট একটি ভূ-স্বর্গ টাঙ্গুয়ার হাওড়: যার সৌন্দর্যের তুলনা সে নিজেই ট্যুর টু কাপ্তাই: একটি ছবি ব্লগ প্রযোজনা আলীকদমে অ্যাডভেঞ্চার রূপসী দাসিয়ার ছড়া: বাংলাদেশের ভূ-খণ্ডে ভারতীয় এক ছিটমহল চলুন, ঘুরে আসি মুম্বাই সত্যজিৎ রায়ের স্মৃতি বিজড়িত মসূয়া

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।