আমাদের কথা খুঁজে নিন

   

এই বৃষ্টি, এই শহর পারেনা ফেরাতে তোমাকে !

আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম

কতো মানুষের সাথে দেখা হয় পথে পথে ! শুধু দেখিনা তোমাকেই- কোথাও কোনদিন নিয়মনিষ্ঠ সূর্যের উদয়-অস্তের এতোটুকু ভুলে ! নগরীর বিপনীবিতান- পথে, প্রান্তরে, ফুটপাতে নিভৃত ছায়ায়, উদ্যানে, ব্যস্ত জনপদে- কোথাও তুমি নেই ! ঘুমভাঙ্গা ভোরের স্নিগ্ধতায় তুমি নেই। রৌদ্রজ্জল নগরীর ক্লান্ত দুপুরে তুমি নেই ! বৃষ্টি সিক্ত শহরের সুতীব্র আকুলতাও একবার পারেনা কিছুতেই ফেরাতে তোমাকে ! যেন তুমি প্রাণসর্বস্ব কেউ নও যেন তোমার আকার আকৃতি অবয়ব আর সব শব্দের ব্যাকুলতা কেড়ে নিয়ে গেছে কেউ থমথমে মৃত্যুপুরীতে। অলৌকিক অন্ধকারে ডোবা এ অবাক শহর ঘুরে ঘুরে তোমাকে কোথায় খুঁজি? বৃষ্টির বিষন্ন নিলীমায় তুমি নেই বৈশাখী মেলার আড্ডায়, দূরগামী ট্রেনের প্ল্যাটফর্মে নগরীর লোকালয় যাদুঘর, বিমানবন্দরে কোথাও তুমি নেই ! ওই যে ওভারব্রীজের রেলিং ধরে দাঁড়ানো কারো চোখ বিষণ্ণতায় ক্লিষ্ট খুব, অবসাদে অধোগামী - সে-ই কি হারানো সেই স্বর্গ আমার ? সে-ই কি অনন্তর- ভুল করে খুঁজে ফেরা সেই তুমি? রাত্রির অঝর বৃষ্টিও কেন যেন পারেনা আর ভোরের আর্দ্র সিক্ততায়- একবার ফেরাতে তোমাকে ! ঘুমভাঙ্গা এ শহর আমার তুমিহীণ কবিতা হয়ে ঝুলে পড়ে শব্দহীনতায় আলস্যে, আনন্দহীনতায় অসীম এক জড়তার অবসাদে- আমার কবিতাগুচ্ছ সব বারবার ব্যর্থ হয়ে যায় আমার গীটার শুধু তুমিহীণ এক বেসুরো সুরের মধ্যে বাজতে থাকে রাতভর বৃষ্টিতে, একা একা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।