ঢাকা, ১১ মে (শীর্ষ নিউজ ডটকম): আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ জানিয়েছেন, অবৈধভাবে বিদেশে টাকা পাচারের অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান ও তার ছোটভাই আরাফাত রহমান কোকোকে বিচারের মুখোমুখি করা হবে। ওই টাকা ফিরিয়ে এনে কল্যাণমূলক কাজে ব্যয় করা হবে বলেও মন্তব্য করেন তিনি। মাহবুব-উল-আলম হানিফ বলেন, তাদের অবৈধ মানি লন্ডারিং মামলার তদন্ত কাজ শেষ হয়েছে। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান।
সংসদ সদস্য এডভোকেট তারানা হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন সিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. এনামুল হক, পীযুষ বন্দোপাধ্যায়, ফরিদ আলী, নগর আওয়ামী লীগ নেতা শাহ আলম মুরাদ প্রমুখ।
২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়কে দেশের ইতিহাসের বর্বরতম সময় উল্লেখ করে হানিফ বলেন, বঙ্গবন্ধু হত্যার পরবর্তী সময়ে জিয়া ক্ষমতায় এসে দেশকে যেভাবে ধ্বংস করেছিলো, ঠিক তেমনিভাবে এ ৫ বছরে তার পুত্র তারেক-কোকো লুটপাট করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তিনি বলেন, জিয়াউর রহমান ৩০ লাখ শহীদদের আত্মাকে অপমান করে স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করেছেন। মুক্তিযুদ্ধের চেতনাকে করেছেন ভূলুণ্ঠিত ।
হানিফ অভিযোগ করে বলেন, বিএনপি-জামায়াত সরকারের সকল উন্নয়নমূলক পরিকল্পনাগুলোকে নস্যাত করার জন্য ষড়যন্ত্র করছে। তিনি বলেন, যু্দ্ধাপরাধীদের বিচার করতে না পারলে দেশে সাম্প্রদায়িক শক্তির শিকড় উপড়ে ফেলা সম্ভব হবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।