আমারোতো কিছু বলার থাকতে পারে !
অঅঅঅনেকক্ষন ধরে কী-বোর্ডে আন্গুল রেখে বসে আছি ! কি লিখবো... কি লিখবো...এই ব্লগের নিয়ম কানুন কি একটু বেশি বেশি? আমি এখন পর্যবেক্ষনে আছি। ভাবতে ভালই লাগছে। অদৃশ্য কেউ বসে বসে গালে হাত দিয়ে দেখছে..."দেখি এই ব্যাটা কি লিখে, প্রথম পাতায় দেয়া যায় কিনা !".... কর কর যত খুশি পর্যবেক্ষন কর। হাজার পর্যবেক্ষনেও প্রথম পাতায় দেয়ার মত আমার কোনো লিখা খুঁজে পাওয়া যাবে কিনা এ ব্যাপারে আমি যথেষ্ট সন্দিহান। কারণ আমি ঠিক নিজেও নিশ্চিত না কেন হঠাৎ করে ব্লগে account টা খুলতে গেলাম ! না একটা কারণ অবশ্য এই মুহুর্তে জানা আছে...আসলে আমি করার মত তেমন যুক্তিসংগত কিছু খুঁজে পাচ্ছি না।
কিছু একটা করে করে সময় কাটাবার জন্যই কি এই ব্লগে ঢোকা ? এটাও অবশ্য নিশ্চিত না ! রাত গুলো আমার জন্য অসহ্য...অসহ্য। হয়ত কিছুটা নিঃসঙ্গ। হয়ত বলছি কেন? Don’t I feel damn lonely at night?? আমি কি আসলে কোনো বিষয়ে নিশ্চিত?
আচ্ছা আপনারা কি করেন এখানে? প্লিজ একটু বলবেন? কিভাবে এখানে নিয়মিত হওয়া যায়? অবশ্য বলবেনই বা কিভাবে? এই লিখা যদি প্রথম পাতায় না আসে তাহলে হয়ত কারোর চোখেই পড়বেনা। পর্যবেক্ষনে আছি রে ভাই... তাহলে পর্যবেক্ষনকারীদেরকেই বলি আমি আমার জঘন্য রাতের রুটিন গুলো একটু চেঞ্জ করতে চাই। কতদিন এই ব্লগ ভালো লাগবে জানি না।
কিন্তু কি ভয়ঙ্কর একাকীত্ব পেয়ে বসে আমাকে তার ব্যাখ্যা আমার কাছে নেই। তাই কোনো কিছুতেই নিশ্চিত হতে পারিনা আজকাল। আসলে আমি কি চাই?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।