আমাদের কথা খুঁজে নিন

   

মশা মেয়েদের বেশি কামড়ায় কেন?!! জানতে হলে পড়তে হবে।



উত্তর জানার আগে প্রশ্নের ভুল গুলো শুধরিয়ে নিই। ১.মশা হবে না। হবে মশকী। ২.কামড়ায় হবে না। হবে হুল ফোটায়।

এবার চলে আসি কমেডি উত্তরে ................ ............. ..................' ............................ //////............................ যেহেতু মশা হুল ফোটায় না, মশকী হুল ফোটায় সেহেতু লজ্জা জনিত কারণে মশকী ছেলেদের কাছে কম আসে। আর যারা ছেলেদের কাছে আসে তারা হল বখাটে মশকী। তাদের লজ্জ্বা শরম বলতে কিছ্ছু নাই। সারা গালে কিস্ দিয়ে গাল ফুলিয়ে ফেলে। আর গানের কথা না হয় বাদই দিলাম।

অসভ্য এবার চলে আসি সঠিক উত্তরে। তার আগে ছোট্ট ভূমিকা.............. সত্যি কথা বলতে কি, ছোটকাল থেকে শুনে আসছি এমনকি বলেও আসছি মশা কামড়ায়। অথচ আমরা জেনে না জেনে এক অবলা প্রাণীকে দোষারোপ করে আসছি। এক হিংস্র নারী মশকী আমাদের কামড়িয়ে এবং মহাবিরক্তিকর রক্ সংগীত শুনিয়ে মহাআনন্দে চলে যায়। আর বেচারা মশার হয় সব দোষ।

আহারে মশার জন্য থুব দু;খ হয়!! পুরুষের চেয়ে মহিলাদের ঘামের সাথে কয়েক ধরনের আ্যমাইনো আ্যসিড বেশি পরিমাণে বেরিয়ে আসে। মেয়েদের চামড়ায় ঐ কয়েকটি আ্যমাইনো আ্যসিডের আধিক্য মশকীকে ছেলেদের চেয়ে মেয়েদের দিকেই বেশি আকর্ষণ করে। ফলে মেয়েদের কে তুলনামূলকভাবে বেশি মশকীর কামড় খেতে হয়। আহারে মেয়েদের জন্য দু;খ অনুভুত হয়

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।