আগুনের কথা বন্ধুকে বলি,দুহাতে আগুন তাড়,কারবালা হয়ে খসে পড়া ফুল রক্তের চেয়ে গাঢ়
১টা মানুষ শক্ত-পোক্ত ঊর্দ্ধ্ব-বুক
১টা মানুষ দুমড়ে-মুচড়ে ন্যুব্জ-মূক
১টা মানুষ নিত্য নৃত্যে ঘূর্ণিপাক
১টা মানুষ ভূমির শিয়রে অস্তগাম
১টা মানুষ অদ্রি-প্রমান উষ্ট্র-মুখ
১টা মানুষ হৃদয়-নগরে কম্পমান
১টা মানুষ মেষ-মেশিনের আধ-মিশেল
১টা মানুষ বেদম বেহাল বেআক্কেল
১টা মানুষ শয্যা-ক্ষেত্রে যুদ্ধবাজ
১টা মানুষ টেবিল চাপড়ে মুণ্ডপাত
১টা মানুষ পূর্ণ অঙ্গে বালকপ্রায়
১টা মানুষ বালক-লালনে মুচ্ছো যায়
১টি মানুষ মাতৃ-জায়া মৃত্তিকা..
কৃতজ্ঞতাঃ একজন প্রবাসী কবি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।