আমাদের কথা খুঁজে নিন

   

আর কতকাল ওয়াচে থাকব??



সম্মানিত মডারেটররা যদি আমার দিকে সুদৃষ্টি দেন তবে অনেক উপকার হয়। একাউন্ট খোলার পর দিন ধরে ব্যবহার করছি। পোস্টও নিয়মিত দিয়ে যাচ্ছি। এর আগে ৬টি লেখা পোস্ট করেছি। এটি হবে ৭ম পোস্ট।

আমার লেখার মান কেমন, এটা অবশ্য আমি বিচার করতে পারব না। ব্লগে ঢুকলেই দেখা যায় সেই চিরপরিচিত লাইন। ‘আপনি নতুন ব্লগার। সামহোয়্যার ইন ব্লগে... আপনাকে স্বাগতম। আপনাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেবার আগে আপনাকে ৭দিন পর্যবেক্ষনে রাখা হবে।

প্রথম পাতায় লেখা পোষ্ট করার সুবিধা পেতে ভালো লেখা পোষ্ট করুন এবং ব্লগের নিয়ম মেনে চলুন। এবং ব্লা ব্লা ব্লা..’। আমি জানি এত তাড়াতাড়ি ‘নিরাপদ ব্লগার’ হওয়ার আশা করা ঠিক না। তবে অন্তত জেনারেল তো করা যেতে পারে। যাতে অন্যান্য পোস্টে নিজের মন্তব্যটা প্রকাশ করতে পারি।

ওয়াচে থাকার কারণে আমার লেখাগুলো খুব কম পাঠকই পড়তে পারছে। আমি ঠিক হিটাকাঙ্খী ব্লগার নই। তবে আমি চাই অন্য ব্লগার যেন আমার পোস্টে তাদের মন্তব্য যেন লিখে। কিন্তু আমার লেখা প্রথম পাতায় না যাওয়ায় খুব কম পাঠকের চোখেই লেখাগুলো আসছে। এটুকু আশা করা কি বেশি হয়ে যায়? মডারেটরদের কারও চোখে এই লেখাটি আসলে একটু ভেবে দেখবেন আশা করি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।