আমাদের কথা খুঁজে নিন

   

আমল যায়না ধুইলে, খাসলত যায়না মরলে (মহিলা এবং ২০ বছরের কম বয়সীদের প্রবেশ নিষেধ)

নাজমুল ইসলাম মকবুল
গতকাল ঢাকায় জনসভায় বসা নিয়ে ছাত্রদল ও স্বেচ্ছাসেক দলের মধ্যে লাটি সোটা নিয়ে পিটাপিটি করার দৃশ্য হয়তো সকলেই টেলিভিশনের রঙিন পর্দায় উপভোগ করেছেন। কয়দিন আগে সিলেটেও এভাবে বসার জন্য ছাত্রদলের সোনা রূপার ছেলেরা জাতীয় নেতাদের সামনেই মারামারি করে দেখিয়ে দিল যে তারা এখনও শেষ হয়ে যায়নি। ঢাকায় গতকাল একই কায়দায় মহড়া দেখিয়ে প্রমাণ করলো যে আবার ক্ষমতায় আসলে এর চেয়ে বহুগুণ বেশি মহড়া দেখানো তথা পিটাপিটির জন্য তাদের প্রস্তুতিতে ঘাটতি নেই। আর টেন্ডারবাজি দখলবাজি চাদাবাজি চাপাবাজি দলবাজি গলাবাজি হামলাবাজি মামলাবাজি ইত্যাদি মহৎ কর্মগুলার মধ্যে গুলমাল সৃষ্টি করে কিংবা শংকেত পেলেই লাটি বাদ দিয়ে হকিস্টিক রামদা চাপাতি দা কুড়াল সুলফি ঝাটা বল্লম এসব ছাড়াও পিস্তল পাইপগান সুটারগান কাটারাইফেল এমনকি একে ৪৭ ব্যবহারই সবচেয়ে জরুরি হয়ে দেখা দেয়। একই ধরনের কান্ড কারখানা বর্তমান ক্ষমতাসীনদের মাঝেও কম নয়। বরং ক্ষেত্র বিশেষে আরও বেশি। আমার মনে হয় সভা সমাবেশ করতে হলে তাদের নেতা কর্মী প্রত্যেকের জন্য শুয়ে শুয়ে জনসভা উপভোগ করার ব্যবস্থা করেই তবে জনসভার আয়োজন করা উচিত। তাহলে আর বসার জন্য মারামারি না করে শুয়ে শুয়ে আচ্ছামতো জনসভা উপভোগ করবে কিন্তু মারামারি করবেনা। তবে একটি কথা আমাদের এক নেত্রিও বিভিন্ন জনসভায় মাঝে মধ্যে বলেন আমল যায়না ধুইলে আর খাসলত যায়না মরলে। বন্ধুরা কি বলেন??????????????
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।