আমাদের কথা খুঁজে নিন

   

মন আর মনের কথা ১

স্বপ্নরা ডানা মেলুক ইচ্ছে মত ..নীল আকাশে.

: মনের মধ্যে একটা ব্যথা অনুভব করছি..বুঝতে পারছি না কেন? হায় আল্লাহ!! কেন?? এটা কি খুশির নাকি..হারানোর? নাকি... :হারানোর কেনো বলছো?? কি বোকা? এটা কি তোমার কাছে নাকি যে হারানোর কথা বলছো?? আশ্চর্য্য!! :হুমম তাই তো!! আমার কাছে হয়তো নেই !! কিন্তু মনে হচ্ছিলো যেন আছে কি করবো বলো? মনের উপর তো আর জোড় করতে পারি না ! একেক সময় তার একেক রকম অনুভুতি হয় !! ভুল করেই বোধহয় মনে করেছিলো যে তার কাছে আছে এই মহা মুল্যবান জিনিসটা : হুমম! তোমার মন তো একটা পাজি!! চিন্তার বিশয়!! : আমার মন বলে কথা সবার মন তো আর ভালো হয় না আমার মন টা এমন ই ..একেক সময় তার একেক জিনিস চাই!! এই ভালো তো এই খারাপ! এই মেঘ হলে, পরক্ষনেই বৃষ্টি : আচ্ছা! তো এখন আপনার পাজি মন কেমন আছে? কথায় আছে?? : এই মূহুর্তে মনটা এক বিশাল পাহাড়ের চূড়ায় একা একা বসে আছে জায়গাটা এত উচু যে নিচে তাকালে ভাসা ভসা সাদা তুলোর মতো মেঘগুলো দেখা যায়! মাঝে এক শুন্য উপতক্যা ..ঠিক শুন্য বলা যায় না..দুর থেকে বোঝা যাচ্ছে না ..আর তার ঠিক অপাশে আরেকটি পাহাড়! একটু দুরে কিন্তু এপাশ থেকে বেশ দেখাচ্ছে!! মনের এখন ঐ পাহাড়ে যেতে খুব ইচ্ছা করছে!! জানতে চাইছে কে থাকে সেখানে.."কে? কে তুমি? তোমাকে দেখতে পাচ্ছি না..কিন্তু তোমার উপস্থিতি যে ঠিক ঠিক অনিভব করছি!!" মনের মনে হচ্ছে ঐ পাহাড়ে যে থাকে তার সাথে খুব জমবে মনের!! মন তাকে ইশারায় ডাকছে ..তুমি আর আমি ভালো বন্ধু হতে পারি.."এস না ..বস আমার পাশে..চল দুজনে মিলে গল্প করি কিছুক্ষন " দুর পাহাড় থেকে কেউ একজন মনের এই ডাক শুনতে যেন পেল এত্তক্ষনে!! উত্তরে বললে " তুমি আর আমিতে যে বড় তফাৎ! তোমার সাথে আমি বন্ধু হব কেমন করে? তুমি থাকো ঐ পাহাড়ে আর আমি এই পাহাড়ে...মাঝ খানে এই যে দুরত্ব!! এ ঘুচাই কেমন করে? মন এই কথা শুনে বললো : ওমা! এটা কোনো কথা বললে? দূরত্ব দূরত্বের মতই থাকেতে দাও..তার চেয়ে আমার মাথায় এক বুদ্ধি এসেছে চলো আমরা এইযে মেঘ গুলো ভাসছে আমাদের মাঝে..এদের ভেলায় উঠে বসি মেঘ ভেলায় করে আমরা কাছা কাছি চলে আসবো! আর তখন তোমাতে আর আমাতে আর কোনো দূরত্ব থাকবে না .. কি বলো? মনের এই কথা শুনে দ্বিতীয় মনটা বলছে : হুমম ! কিন্তু আমার এই পাহাড়ে যে আরো একজনের বসবাস!! তাকে একা ফেলে আমি মেঘের ভেলায় উঠি কেমন করে? আমি যে তাকে ছারতে পারছিনা দূরবন্ধু!! আমার যে বড় মায়া তার জন্য!! জানো তো ..মায়াটাই ভালোবাসা? ( এর পর মনের আর কিছু বলার রইলো না..সে চুপটি করে বসে রইলো তার নিজস্ব ঘরে..করে দিয়ে সব জানালা - দরজা বন্ধ.. ব্যথ্যটা যেন বাড়ছে আস্তে আস্তে..)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।