জীবন তুমি স্বাধীনতার জন্য। যতক্ষণ দেহে আছে প্রাণ, আমাকে ছুতে পারবেন পরাধীনতা ঘ্রাণ।
[[ প্রেমিককে এত কাছে পেয়েও কতক্ষণ আর একদৃষ্টিতে খেলা দেখা যায়! সুযোগ বুঝে ক্যাসিয়ারের গালে ‘ভালোবাসার চিহ্ন’ একে দিলেন সারা কারবনেরা ]]
ব্যস্ততা আর ব্যস্ততা। তাই বলে কি আর প্রেম-রোমান্স থেমে থাকে? ক্ষণিকের অবসরে স্পেনের বিশ্বকাপজয়ী গোলরক্ষক ইকার ক্যাসিয়াস গতকাল রোববার যান মাদ্রিদ মাস্টার্স টেনিসের ফাইনাল উপভোগ করতে। সঙ্গে নিয়ে যান প্রেমিকা সারা কারবনেরাকে।
ক্রিস্টিয়ানো রোনালদো সঙ্গে নেন প্রেমিকা ইরিনা শায়েখকে। ম্যাচ উপভোগ, সঙ্গে হয়ে গেল প্রেমিকার সঙ্গে রোমান্সও—রথ দেখা আর কলা বেচা আরকি!
ইকার ক্যাসিয়াস ও ক্রিস্টিয়ানো রোনালদো দুজনই খেলেন রিয়াল মাদ্রিদের হয়ে। ফুটবল খেললেও টেনিসের প্রতি প্রবল আগ্রহ দুজনের। ‘প্লে বয়’খ্যাত রোনালদোর সঙ্গে এখন প্রায়ই দেখা যায় মডেল ইরিনাকে। টেলিভিশন উপস্থাপিকা কারবনেরার সঙ্গে ক্যাসিয়াসের প্রেমটাও ‘ওপেন সিক্রেট’।
বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচেই একটি গোল হজম করে বসেন ক্যাসিয়াস। শেষ পর্যন্ত হেরেও যায় স্পেন। এই হারের জন্য দায়ী করা হয় কারবনেরাকে। ক্যাসিয়াসের পেছনে দাঁড়িয়ে যে একটি টেলিভিশনের হয়ে উপস্থাপনা করে যাচ্ছিলেন তিনি! সমালোচকেরা অভিযোগ করেন, খেলার দিকে মনোযোগ ছিল না ক্যাসিয়াসের। মনোযোগ ছিল প্রেমিকা কারবনেরার দিকে! প্রেমিকা আর তাঁকে জড়িয়ে সমালোচনার জবাবটা ক্যাসিয়াস দিয়েছেন দেশকে বিশ্বকাপ এনে দিয়ে।
ওয়েবসাইট। ব্যস্ততা আর ব্যস্ততা। তাই বলে কি আর প্রেম-রোমান্স থেমে থাকে? ক্ষণিকের অবসরে স্পেনের বিশ্বকাপজয়ী গোলরক্ষক ইকার ক্যাসিয়াস গতকাল রোববার যান মাদ্রিদ মাস্টার্স টেনিসের ফাইনাল উপভোগ করতে। সঙ্গে নিয়ে যান প্রেমিকা সারা কারবনেরাকে। ক্রিস্টিয়ানো রোনালদো সঙ্গে নেন প্রেমিকা ইরিনা শায়েখকে।
ম্যাচ উপভোগ, সঙ্গে হয়ে গেল প্রেমিকার সঙ্গে রোমান্সও—রথ দেখা আর কলা বেচা আরকি!
ইকার ক্যাসিয়াস ও ক্রিস্টিয়ানো রোনালদো দুজনই খেলেন রিয়াল মাদ্রিদের হয়ে। ফুটবল খেললেও টেনিসের প্রতি প্রবল আগ্রহ দুজনের। ‘প্লে বয়’খ্যাত রোনালদোর সঙ্গে এখন প্রায়ই দেখা যায় মডেল ইরিনাকে। টেলিভিশন উপস্থাপিকা কারবনেরার সঙ্গে ক্যাসিয়াসের প্রেমটাও ‘ওপেন সিক্রেট’।
বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচেই একটি গোল হজম করে বসেন ক্যাসিয়াস।
শেষ পর্যন্ত হেরেও যায় স্পেন। এই হারের জন্য দায়ী করা হয় কারবনেরাকে। ক্যাসিয়াসের পেছনে দাঁড়িয়ে যে একটি টেলিভিশনের হয়ে উপস্থাপনা করে যাচ্ছিলেন তিনি! সমালোচকেরা অভিযোগ করেন, খেলার দিকে মনোযোগ ছিল না ক্যাসিয়াসের। মনোযোগ ছিল প্রেমিকা কারবনেরার দিকে! প্রেমিকা আর তাঁকে জড়িয়ে সমালোচনার জবাবটা ক্যাসিয়াস দিয়েছেন দেশকে বিশ্বকাপ এনে দিয়ে। ওয়েবসাইট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।