আমাদের কথা খুঁজে নিন

   

মা জননী

অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি....

মাগো! বড় বেশি পড়ে যে মনে কেমন আছোগো প্রিয় লক্ষী মা? তোমার নরম হাতের মিস্টি স্পর্শে ভুলতে পারি না সব ব্যাথা, তুমি আছো আজ কত দূরে ঐ মুখখানি বড় যে পড়ে মনে। কতো না যত্নে গুছিয়ে দিতে সব অপার ছায়ার সে কি মায়ার অনুভব! নিজে না খেয়ে রাখতে খাবার তুলে ঘুম পাড়াতে রুপকথার গল্প বলে, সর্বদা করেছো প্রার্থণা কল্যান কামনায় মানিক সোনা জাদু বলে ডাকিতে সর্বদায়। তোমার শাড়ির আচলের শান্তির ছায়া কোথায় গেলে আমি পাবোগো মা? যেথায় থাকো যেখানে থাকো তুমি, শান্তিতে থাকো সুখে থাকো প্রিয় মা জননী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।