আমাদের কথা খুঁজে নিন

   

টকশো'র স্যার

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে.. মধ্যরাতে টকশোতে স্যার কন যে কথা ইনিয়ে দেন মিশিয়ে ইচ্ছেমতো নুন ডাল আর চিনিয়ে। কেউ বলে যায় স্যার কে নিছে অমুক দলে কিনিয়ে তাইতো স্যারে কন কথা কন ইনিয়ে ও বিনিয়ে। করতে খুশি হুজুরকে স্যার হয়ে ওঠেন মরিয়া রাতদুপুরে মিথ্যা বলেন কথার পিছু ধরিয়া। তেলের বোতল উপুড় করে হুজুরকে দেন মালিশরে পাপকে করেন পূণ্য স্যারে দিয়ে হরেক পালিশরে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।