আমাদের কথা খুঁজে নিন

   

মন খারাপ করা একটি নাটকের রিভিউউচ্চতর শারীরিক বিজ্ঞান



ব্লগে প্রায়ই দেখি মুভি রিভিউ । নাটকের কোনো রিভিউ কখনও চোখে পরেনি । তাই একটা নাটকের রিভিউ দেবার এই প্রয়াস(নাকি অপপ্রয়াস!!!!)। এম্নিতে খুব বেশি নাটক দেখবার সুযোগ হয়না। বন্ধুরা আসলে মাঝে মাঝে একসাথে দেখি ।

গত শুক্রবার দেখলাম রেদওয়ান রনির 'উচ্চতর শারীরিক বিজ্ঞান '। নাটকটার কাহিনী পরিচালকের জীবন থেকে নেয়া । অনেকে হয়ত নাটকের রিভিউ বেপারটির দ্বিমত করবেন । কিন্তু নাটকটা এতটাই ছুয়ে গেল সাহস করে দিয়েই ফেললাম একটা রিভিউ । ভাল না লাগ্লে আওয়াজ দিবেন ।

ভবিষ্যতে পোস্টানোর আগে ২বার ভাববো । আমার জীবনেও কিছুদিন আগে ঘটে গিয়েছিল একিরকম একটি ঘটনা । সেই নস্টালজিয়াও এই পোস্টে প্রভাবকের কাজ করেছে। নামঃ উচ্চতর শারীরিক বিজ্ঞান পরিচালকঃ রেদওয়ান রনি অভিনয়ঃ সৈয়দ মুসাফির বাচ্চু , রাহা প্রেমের নামে আমাদের আশেপাশে ঘটে যাওয়া নোংরামিগুলোই কাহিনির মুল উপজীব্য । অসাধারন অভিনয় করেছেন সৈয়দ মুসাফির বাচ্চু ও রাহা।

রেদওয়ান রনির চরিত্রে বাচ্চু ছিলেন অত্তন্ত সাবলীল । প্রতারক প্রেমিকার ভুমিকায় রাহাও ছিলেন অসাধারন । ফারুকি গং এর সুড়সুড়িমুলক নাটক অপছন্দ করলেও "উচ্চতর শারীরিক বিজ্ঞান"এ রনি আমাদের সমাজের খন্দচিত্রই একেছেন (আমি নিজেও ঠিক এরকমই ঘটনার শিকার ) । আর অটোবায়োগ্রাফি হবার দরুন প্রতিটি ফ্রেমে ফুটে উঠেছে বাস্তবতা । ক্যামেরা'এ মুন্সিয়ানা দেখিয়েছেন কাজী শাহ মাকসুদ ।

আহ্লাদি প্রেমিকার চরিত্রে রাহার " আমাকে একটা হাতির বাচ্চা কিনে দিবা??" অথবা "আমাকে একটা ট্রেন কিনে দিবা ??" সংলাপগুলো চরিত্রটিকে আরো বিশ্বাসযোগ্য করে তুলেছে ( আমার জি এফ ও এরকম করে বলতো একটা প্লেন কিনে দেবার জন্য )। নাটকটির মিউসিক নিয়ে কিছুই বলার নেই । এক কথায় অসাধারন । কনক ও কার্তিকের ' একটু বসিয়া থাকো' গানটি মন ছুয়ে যায় । গানটি বাংলাদেশের প্রখ্যাত প্রচ্ছদশিল্পি ধ্রুব এষ'এর লেখা ।

ধ্রব এষ কে শুভেচ্ছা অসাধারন লিরিকের জন্য । যারা গানতি শুনেননি তারা নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন (না শুইনা থাকলে মিসাইয়েন্না)। ক্লিক করুন ব্যাকগ্রাউন্ড মিউসিক নির্বাচনও প্রশংসাযোগ্য । সব মিলিয়ে আমার জীবনে দেখা নাটকগুলোর মাঝে হাতে গোনা যে কয়টি মনের কোনে জায়গা করে নিয়েছে , তার মাঝে উচ্চতর শারীরিক বিজ্ঞান অন্যতম । যারা এখনও দেখেন নি ( যদিও ইতোমধ্যে অধিকাংশের দেখে ফেলার কথা), তারা নিচের রিজিউমেবল লিঙ্ক থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন ।

উচ্চতর শারীরিক বিজ্ঞান পার্ট -১ উচ্চতর শারীরিক বিজ্ঞান পার্ট -২ অবশেষে রেদওয়ান রনিকে অনেক সহমর্মিতা । আপনারা আগ্রহী হলে ভবিষ্যতে আমার জীবনে ঘটে যাওয়া নাটকটি নিয়ে একটা পোস্ট দেবার ইচ্ছা আছে । ভাল থাকবেন সবাই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।