আমাদের কথা খুঁজে নিন

   

জীবন থেকে পাওয়া কবিতা -(যে কবিতা আজও আম্মুকে শোনাতে পারিনি ) উৎসর্গঃআমার মা কে!!

বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা... চির উন্নত শির......

মাগো তুমি দেখো আমায়,আমি এখন বড়, তবুও কেন তোমরা আমায় ছোট্ট মনে কর? রাস্তা দিয়ে চলার সময় শক্ত করে ধরো? দেখোই না মা আমি এখন হয়ে গেছি বড়!! মা তুমি কি বোঝ না যে ছোট্ট আমি নাই? যদিও বা তোমার সাথেই ইসকুলেতে যাই! মা গো দেখো এখন আমি নিজের হাতেই খাই! তবুও কেন বোঝ না মা,ছোট্ট আমি নাই? মা তুমি আজ ভেবে দেখো,আমি কত্ত বড়! তবুও কেন আমায় নিয়ে চিন্তা শুধুই করো? সকল সময় আমার সাথে তর্কে তুমিই হার! তবুও কেন মানো না মা আমি এখন বড়? অনেক বড় হয়েছি মা একটু চেয়ে দেখো! তবুও কেন আমায় তুমি খুকু মনি ডাকো? তোমার সাথে ঘুরতে গেলে,হাতটা ছাড়ো না'ক! মা আমি যে অনেক বড় লক্ষ্য করে দেখো! যদিও মা এখন আর ছোট্ট আমি নাই, তবুও মা সকল কাজে তোমায় যেন পাই! শোয়ার সময়,খাওয়ার সময় সঙ্গ তোমার চাই! যদিও মা এখনও আর ছোট্ট আমি নাই!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।