এতকিছু ... ওই সিনেমার জন্যই...
গতকাল সন্ধায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম সেরা ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০১০ প্রদান করে। বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ডের পুরস্কার প্রদান করা হয়।
মোবাইল হ্যান্ডসেট ক্যাটাগরীতে এক নম্বর ব্র্যান্ড হিসেবে পুরস্কার পেয়েছে নকিয়া।
ইলেকট্রনিক্স টিভি ক্যাটাগরীতে প্রথম পুরস্কার পেয়েছে সনি।
টয়লেট সোপ ক্যাটাগরীতে সেরা ব্র্যান্ডের পুরস্কার জিতেছে লাক্স।
২০১০ সালের সেরা ২০ ব্র্যান্ড নির্বাচিত হয়েছে : নকিয়া, লাক্স, গ্রামীণ ফোন, সানসিল্ক‹, প্যারাসুট, সেভেন-আপ, সনি, ক্লোজ আপ টুথপেস্ট, ফেয়ার এন্ড লাভলী মাল্টিভিটামিন ফেয়ারনেস ক্রিম, হুইল পাওডার, বাংলালিংক, রুপচাঁদা সয়াবিন, তীর আটা ময়দা সুজি, পেপসোডেন্টজার্মি চেক টুথপেস্ট, ম্যাগি নুডলস, ক্লিয়ার, তীর সয়াবিন, লাইফবয়, হুইল পাওয়ার হোয়াইট, পেপসোডেন্ট টুথপাউডার ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।