আমাদের কথা খুঁজে নিন

   

অতি সাধারণ (রি -পোস্ট)



যার জন্য দিলেম ছেড়ে প্রাণের চেয়ে প্রিয় তোমাকে- আজ একই কারনে দগ্ধ আমি। বাস্তবতা এমনটাই বুঝি হয়, এমন করেই একই দিকে অগ্নিশিখা ফিরে ফিরে আসে। একটুকু শান্তির জন্য তোমাকে ছেড়ে দেয়া, তুমি তোমার মত আর আমি আমার মত- তুমি তোমার মত আছ ঠিকই, আমি আর আর আমার মত নেই, হয়তো আর থাকবও না কোনদিন। সবার অগোচরে আমার লাশ ঘুরে ঘুরে খাবে ক্ষুধার্ত শকুনের দল তুমি তার কিছুই জানবে না। আমি জানিনি মানুষ এমনি হয়। এতবড় সত্র জানার-বোঝার মানুষ পৃথিবীতে নেই। তবে কেন তোমাকে নয়? কেন তবে তোমাকে ছেড়ে এভাবে বেচে থাকা নিথর দেহে? কেন তবে এত শূন্যতা ভিতরে বাহিরে? তোমর জন্য তোমাকে ছেড়ে দেয়া- কেমন আছ জানিনে..... কেমন আছি তাও তোমার জানার কথা নয়। তবু তোমাকে বলি-তুমি ছাড়া ভাল নেই। তুমি ছাড়া এত ভালবাসা কোথায় পাব- আজ আছে যে সেও অন্য সবার মত অতি সাধারণ যেমনটা তুমিও- তবুও কেন তেমায় ছেড়ে অতি মানবীর খোজে দিনমান শেষ করে মৃ্যু প্রতীক্ষায়? আমার আর কিছু ভাল লাগেনা, কিছুই না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।