আমাদের কথা খুঁজে নিন

   

আজই হয়তো আইপিএলে সৌরভের প্রত্যাবর্তন

তক
মোহালিতেই কি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত আইপিএল প্রত্যাবর্তন ঘটতে চলেছে? শনিবার রাত পর্যন্ত যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে প্রীতি জিন্টার কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে পুণে ওয়ারিয়র্সের সৌরভকে ব্যাট হাতে নেমে পড়তে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। প্রথমে ঠিক ছিল, শনিবার একটা প্র্যাক্টিস ম্যাচ খেলে সৌরভ দেখে নেবেন, তিনি কতটা ছন্দে আছেন। তার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন খেলার ব্যাপারে। কিন্তু এ দিন কোনও প্র্যাক্টিস ম্যাচ হয়নি। তার বদলে ‘ওপেন নেট সেশন’ হয়েছে।

পুণে ওয়ারিয়র্সের সঙ্গে জড়িত এক জন বলছিলেন, “এ দিন সৌরভ অনেকক্ষণ নেট করেছে। গোটা মাঠ জুড়ে প্র্যাক্টিস করায় মাঠের ‘ফিল’টাও পেয়েছে। ও হয়তো একশো ভাগ কণ্ডিশনে নেই, কিন্তু সৌরভের মানসিক কাঠিন্যই ওকে এগিয়ে রাখছে। ” আরও জানা যাচ্ছে, সৌরভ যদি রবিবার শেষ পর্যন্ত খেলেন, তা হলে হয় ওপেন করবেন, না হয় অন্তত তিন নম্বরে তাঁকে নামতে দেখা যাবে। এমনিতে সৌরভ নামার আগেই পুণে ওয়ারিয়র্স কার্যত শেষ চারের দৌড় থেকে ছিটকে গিয়েছে।

প্রতিপক্ষ কিংস ইলেভেন পঞ্জাবও পরপর হেরে কোণঠাসা। এই অবস্থায় সম্মান পুনরুদ্ধারের জন্য পুণে যে এখন সৌরভের দিকেই তাকিয়ে, তা এ দিন বলেই দিয়েছেন যুবরাজ সিংহ। প্র্যাক্টিসের পরে পুণে অধিনায়ক এ দিন মোহালিতে সাংবাদিকদের বলেছেন, “আশা করব, দাদা আমাদের জয়ে ফিরিয়ে আনবে। দেশকে যে ক্রিকেটার দীর্ঘ দিন ধরে নেতৃত্ব দিয়েছে, তার কাছ থেকে ছেলেরা অনেক কিছু শিখতে পারবে। এর বাইরে আমি আশা করব, সৌরভের ব্যাট থেকে বেশ কিছু ছয়ও আসবে।

” পুণে দল নিয়ে আগ্রহ থাক বা না থাক, সংবাদমাধ্যমের নজর প্রথম থেকেই ছিল সৌরভের উপর। বৃহস্পতিবারই মোহালিতে চলে এসেছেন সৌরভেরা। বৃহস্পতিবার প্র্যাক্টিসের পর শুক্রবার ছিল বিশ্রাম। শনিবার আবার পুরোদমে প্র্যাক্টিস চলল। প্রচারমাধ্যমের প্রতিনিধিরা অনেক চেষ্টা করেও অবশ্য সৌরভের মুখ থেকে কোনও কথা বার করতে পারেননি।

বরং যুবরাজ বলেছেন, “ভারত অধিনায়ক হিসাবে সৌরভ আমাকে সব সময় সাহায্য করেছে। এ বার আমার পালা অধিনায়ক হিসাবে ওকে সাহায্য করা। ” সৌরভের আইপিএল-প্রত্যাবর্তন ঘটলে একই সঙ্গে কাল দুই বাঁ হাতি প্রাক্তন নাইট ওপেনারকে দেশের দু’প্রান্তে দেখা যাবে। মোহালিতে সৌরভ, বেঙ্গালুরুতে ক্রিস গেইল। গেইল এই মুহূর্তে বিধ্বংসী ফর্মে রয়েছেন।

তাঁর সামনে কাল পড়ছে নাইট রাইডার্সকে হারিয়ে আসা কোচি টাস্কার্স। কোচি অধিনায়ক মাহেলা জয়বর্ধনে যদিও মনে করেন, ভাল উইকেট পেলে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে তাঁরা বরাবর ভাল খেলেছেন। “আমাদের অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। বেঙ্গালুরু শক্তিশালী দল। কিন্তু দিল্লি, কলকাতার মতো ভাল দলের বিরুদ্ধে আমরা জিতেছি,” বলেছেন জয়বর্ধনে।

আনন্দবাজার পত্রিকায়
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।