আমাদের কথা খুঁজে নিন

   

ইভা আন্টির কোকিল কণ্ঠে রবিন্দ্রসঙ্গীত সন্ধ্যা চাই...(ফান পোষ্ট)

অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহারে দেন,তাহার বক্ষে বেদনা অপার;

রবীন্দ্রনাথ তার জীবনে অনেক পেয়েছেন...নোবেল পুরষ্কার...বিশ্বকবির মর্যাদা...আরো অনেক জাতীয় পুরষ্কার...কিন্তু তার জীবনে একটা অপূর্ণতা ঠিকই রয়ে গেছে ...সেটা হল কোকিলকণ্ঠী গায়িকা ইভা রহমানের কণ্ঠে গাওয়া রবীন্দ্র সঙ্গীত শুনতে পাওয়া...কি দুর্ভাগাই না আমাদের জাতীয় কবি...এইবার সুযোগ এসেছে যগের এই দাবী মেটানোর...মাহফুজ ভাইয়ের এটিএনে(অবিরাম ইভার মুখ) রবীন্দ্রনাথের জন্মের ১৫০ বছর পূর্তির বিশেষ আয়োজনে আমরা ইভা আন্টির একক রবীন্দ্রসঙ্গীত চাই...অন্তত রবি বাবুর আত্মা পরপারে থেকে এই সঙ্গীত সাধিকার গান শুনে শান্তি পাবে.. এই লক্ষ্যে আসুন আমরা আন্দোলন গড়ে তুলি।ইভা আন্টির সঙ্গিত সন্দ্যার জন্য সচেতনতা তৈরীর জন্য সকলে এগিয়ে আসি...রবিন্দ্রনাথের বিদেহী আত্মার শান্তির জন্য এগিয়ে আসি...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।