যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।
আপনাদের সাথে দুটো কৌতুক শেয়ার করলাম। কমন পড়বে না আশা করি।
১/ একবার এক ছেলে তার বাবার কাছে বায়না ধরল ,চিড়িয়াখানা দেখবে বলে।
বাবা এক সকালে ছেলেকে নিয়ে গেলেন চিড়িয়াখানায় । ছেলে হাতি দেখল , গণ্ডার দেখল , জিরাফ দেখল , কিন্তু কিছুতেই তার মন ভরে না। শেষতক বানরের খাঁচার সামনে এসে ছেলে আর নড়েনা। বানরকেই তার অনেক ভালো লাগলো ।
বানরকে ভালো লাগলো , এখন বানরকে কিছু খেতে না দিলে চলে ? যদিও বড় করে লেখা আছে সাইনবোর্ডে যে , "বানরটিকে কিছু খাইতে দিবেন না' তারপরেও বাবা ছেলের ইচ্ছানুসারে বানরটিকে একটা কলা খেতে দিলেন।
বানরটি তখন একটি অদ্ভুত কাণ্ড করে বসলো। বানরটি কলাটা ছিলে তার পশ্চাৎদেশে ( নিতম্বের কাছে ) নিয়ে কি যেন একটা দেখে আবার কলাটা খেয়ে ফেলল।
বানরের এহেন কাণ্ডে বাবা এবং ছেলে দুইজনেই ভ্যাবাচ্যাকা খেয়ে দাড়িয়ে রইলো । ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করল -
আব্বু , বানরটা এত অসভ্য কেন ?
বাবা বলে- আমিও তো জানি না বাবা , আগে এরকম কখনো দেখিনি , চিড়িয়াখানা কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলে জবাব পাওয়া যেতে পারে ।
অবশেষে তারা গেলো চিড়িয়াখানায় কাজ করে এমন এক লোকের কাছে।
লোকটিকে ছেলেটার বাবা বলল - ভাই , আপনাদের চিড়িয়াখানার বানর এতো অসভ্য কেন ?
কেন ? কি করেছে ?
খুলে বললেন সবকিছু ভদ্রলোক ।
চিড়িয়াখানার লোকটি বলল ,লেখাই তো আছে -উহাকে কিছু খাইতে দিবেন না , তারপরেও দিলেন কেন ?
ছেলেটার বাবা বলল - ভুল করেছি , আর করবো না , এখন প্লিজ বলেন।
তখন লোকটা বলল - শুনেন , এক বছর আগে একটা স্কুল থেকে বাচ্চাদের আনা হয়েছিল চিড়িয়াখানা পরিদর্শনের জন্য। বাচ্চারা তো বেশি কিছু বুঝেনা , তাই তারা একটা কাঁচা বেল খেতে দিয়েছিল বানরকে। বানর ও তো জানে না বেল কিভাবে খেতে হয় , তাই সে বেলটা আস্তই গিলে ফেলে।
তার পর সেই বেল তো বানরের পেটে যেয়ে অনেক সমস্যা করছে।
কি সমস্যা ?
ইয়ে,বানর টয়লেট করতে পারতো না , বড়টা।
তারপর ?
তারপর আর কি ? অনেক কষ্টে অপারেশন করে বানরের পেট থেকে বেলটা বের করা হয়। সেই থেকে বানরের শিক্ষা হয়ে গেছে। তাই এখন যা কিছুই খায় ,আগে মাপ দিয়ে দেখে নেয় যে বের হবে নাকি হবেনা।
২/
দ্বিতীয়বার নির্বাচনে দাঁড়ানোর আগে জর্জ ডাব্লিউ বুশ টেক্সাসের কোন এক জায়গা থেকে গাড়িতে করে যাচ্ছিলেন । রাস্তার পাশে ছিল শুয়োরের একটা খামার । আর গাড়ির ড্রাইভারও ছিল বেপরোয়া। হঠাৎ খামার থেকে একটা শুয়োর ছুটে এসে গাড়ির সামনে পড়লো । গাড়ির আঘাতে শুয়োরটা পিষ্ট হল ।
বুশ এটা দেখে ড্রাইভার কে অনেক বকাঝকা করলেন। তারপর শান্ত হয়ে বললেন , যাও , খামারের মালিকের কাছে যেয়ে মাফ চেয়ে আসো।
ড্রাইভার গেলো , ফিরল অনেকক্ষণ পর । হাতে অনেক খাবার এবং গিফটের প্যাকেট নিয়ে।
বুশ অবাক হয়ে জিজ্ঞাসা করলো - এগুলো কি ?
আজ্ঞে , খামারের মালিকরা খুশি হয়ে আমাকে এগুলো দিল।
তুমি তাদের শুয়োর মারলে , আর তারা তোমাকে উপহার দিল ?সত্যি করে বল তো , তুমি তাদের কি বলেছ ?
আমি বলেছি- আমি বুশের গাড়ির ব্যক্তিগত ড্রাইভার । শুয়োরটা মরেছে। আমি নিজ হাতে গাড়ি চাপা দিয়ে শুয়োরটাকে মেরেছি ।
পড়ার জন্য ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।