আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা:এই সব মৃতদের প্রকৃতি জীবিত বলে ঘোষণা দেবে

ঘরেও নহে পারেও নহে,যে জন আছে মাঝখানে...............

এক-একবার বাতাস বেয়ে আলো এসে পড়ে গায়ে আর একবার করে দুলে ওঠে পাতার হালকা সবুজ, গভীরে অন্তর আরও অন্তর করে প্রকৃতির চেযেও চিরসত্য জীবনের নাম জীবন হয়ে উঠল ।অনেক আলো, অসংখ্য রোদের হাওয়া তার ভরে যাওযা বুকে বসে রইল আশার মতো ,সেখান থেকে স্পর্ধার মতো করে হয়ে এল অস্তিত্ব,বাধার মতো মাথার 'পরে চিরদিনের ঘর চোখ বুজে দাঁড়াল।অমোঘ বিধানের আদেশ 'এবার বেঁকে যাও,হে তরুণ বৃক্ষ, তোমার মতো তুমি বড় হতে পারো না ,এখানে অনেক দিনের ঘর,অতএব প্রকৃতির সবার মতো তুমি ঘু'রে দাও তোমার পথ।' বাঁকাপথের বাঁকে বাঁকে অনেক নতুন আর বিপন্ন বোধের পর মাথায় জমে যায় পা আর মাটি,রোদে পোড়া নিজের ছায়া। এক একবার বাতাস ভেসে আসে, আলো এসে পড়ে, সবুজ পাতার ভেতর রোদের আগুন ,মনে হয় চিরসত্য মানেই এমন মনের মৃত্যু:রোদের তাপ আর বাতাসের পাখা। মনে হয় বলেই মুখ ঢেকে গড়িয়ে পড়তে মন চায়,মনে হয় বলেই প্রশ্নের মতো করে,জীবনের স্পর্ধা আর অস্তিত্ব গুড়ো করে জল এসে পাতায় পাতায় বসে : 'রোদের মাঝে আগুন আছে বলে সে গর্ব করে প্রকৃতির,বাতাসের পাখায় প্রকৃতির উন্মাদ হাসি, কিছু সবুজের প্রাণ অবুঝ হয়ে ম'রে গেলে যাক,এই সব মৃতদের প্রকৃতি জীবিত বলে ঘোষণা দেবে ।'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।