ochena pothe hate valo lage
জীবনে এমন এক জনের গর্ভে জন্ম নিয়ে ছিলাম ,যে সারাটা জীবন শুধু মুখ বুজে সকল ব্যথা সহ করে গেছে । সে হল আমার মমতাময়ী মা । যার তুলনা পৃথিবীর কোন কিছুর সাথে হয় না। যার কারণে আমারা এই পৃথিবীর আলো বাতাস ঘুরে বেড়াতে পারছি। আমি এমন এক হতভাগা কাছে থেকেও যেতে পারি মায়ের কাছে ।
এর চেয়ে কষ্ট পৃথিবীতে আর কি হতে পারে । সারাক্ষণ মায়ের মুখ চোখের সামনে ভাসে । যখন একা বসে থাকি তখন শুধু মায়ের ভালবাসার কথাগুলো বার বার মনে আসে। তখন অন্যের চোখে সেই ভালবাসা গুলো খুঁজে ফিরি। যখন রাস্তায় বের হই তখন দেখি মায়েদের সাথে বাচ্চারা কত মমতায় স্কুলে যাচ্ছে ।
আমার মনে হয় আমি যদি ওই বাচ্চাদের মত আমার মায়ের হাত ধরে যেতে পারতাম ,হয়ত অনেক মজা হত। কিন্তু পারি না তোমার কাছে যেতে সময় আমাকে তোমার কাচ থেকে দুরে রেখেছে। তোমার দেওয়া আদেশগুলো পালন করে চলছি সারাক্ষণ। মা আমার ভুল হলে তুমি ক্ষমা করে দিও । জীবনে অনেক ভুল করেছি,জানি না সেটা কি ? দোয়া করি সারা ক্ষণ তুমি যেন ভাল থাকো আর কিছুই চাওয়ার নাই আমার ।
ভালো নেই মা তুমি ছাড়া আমি........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।