মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। । এমনটা হয়নি কখনো, যেমনটা হয়েছে আজ,
মনের অজান্তে মন খারাপ হয়ে আছে পুরোটা দিন।
যার মুখের সামান্যটুকু বাণী সারাটা দিন
প্রাণ চঞ্চল রাখে আমাকে,
সেই আমি আজ প্রাণহীন।
তার এতটুকু বাণী জুটেনি সান্ত্বনার;
আমার সামান্য ভুল আর ব্যবধানে।
বুকের কোণে অজানা কষ্ট জমাট বাধছে দিন দিন,
কষ্টের এক একটি মুহূর্ত যেন এক একটি যুগের সমান।
অধির আগ্রহে তার পথ চেয়ে কাটছে বেলা,
কাটছে প্রতিটি মুহুর্ত;
আমি আবারো প্রাণ চঞ্চল হব এই ভাবনায়।
নারী; এ আমার বদলে যাওয়া বা অনাগ্রহ নয়,
নয় কোন অবহেলা,
আমি আছি ঠিক যেমনটা ছিলাম আগে,
ভালবাসি ঠিক যেমনটা ভেসেছি আগে।
আমি আরও বেশী ভালবাসতে চাই,
আমাকে আরও বেশী ভালবাসতে দাও।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।