ও গানওয়ালা, আর একটা গান গাও... আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই।
যে কোন গান শুনতে যেয়ে প্রথমে আমার আকর্ষন করে তার কথা-বানী (Lyric)। Genre/Style সাধারনত গানের বানীর ভিন্নতায় পরিবর্তন হয় না, যতটা না তার গঠন-স্ট্রাকচার, স্কেল, নির্দিস্ট জাতের বাদ্য যন্ত্র ইত্যাদির ব্যবহারে উপর নির্ভর করে। সে কারনে আমার নির্দিস্ট কোন Genre/Style নিয়ে মাতামাতি নেই। যদি গানের বানীকে গুরুত্বই না দেই, তাহলে শুধুমাত্র ইনস্ট্রুমেন্টাল শুনাটাই যৌক্তিক!
অল্প বয়সে মেটাল সং ছাড়া বাকি সব গান প্যান-পেনা মনে হতো।
ভিন্ন কোন গান গোনায় ধরতাম না। সময়ের সাথে সাথে অভিজ্ঞতায় মানসিকতার পরিবর্তন হয়েছে। বেড়েছে গান শোনার পরিধি। সেগুলো হৃদয় দিয়ে অনুধাবন করতে শিখেছি। তাই এখন অনেক গানই ভাল লাগে যা আগে শুনে দেখার চিন্তাই করতাম না।
আবার আগে ভাল লাগত এমন অনেক গান আছে যা এখন শুনলে হাসিই পায়! বাজারে নিয়মিত আসা পপুলার পপ মিউজিকের প্রতি আমার প্রবল এলার্জি। স্থুল কথাই এর মূল কারন। এই সব গান আসে যায়। আবার কালের গর্ভে হারিয়েও যায় খুব সহজে। সত্যি কালজয়ী হতে পারে কটা গান?
যাহোক আজকে আপনাদের জন্য ১৯৬৭ সালে Jimi Hendrix গাওয়া প্রিয় একটা গান শেয়ার করলাম।
এই গানটা পৃথিবীর আরে অনক বড় বড় শিল্পীরা কভার করেছে। কারন Jimi Hendrix হচ্ছে এসব গুরু শিল্পীদের গুরু।
আমার প্রিয় একটি মানুষ The Corrs ভার্সনটা সারাদিন শুনত। যার সাথে গানের প্রতিটি কথা খুব মিলে যেত। আজকে তার জন্মদিন।
জানি না সে এখন কেমন আছে। ভাল থাকুক, সুখে থাকুক আজীবন।
Jimi Hendrix - Little Wing
Well she's walking through the clouds
With a circus mind that's running round
Butterflies and zebras
And moonbeams and fairy tales
That's all she ever thinks about
Riding with the wind.
When I'm sad, she comes to me
With a thousand smiles, she gives to me free
It's alright she says it's alright
Take anything you want from me,
Anything.
Fly on little wing,
Yeah yeah, yeah, little wing
______________________________________
Jimi Hendrix - Little Wing:
অরিজিনাল ভার্সন এপিথ্রি
______________________________________
The Corrs - Little Wing:
এপিথ্রি - শ্রুতিমধুর সফ্ট ভার্সন
_______________________________________
G3 " Little Wing " - Live in Denver 2003 (Joe Satriani , Steve Vai and Yngwie Malmsteen):
গানটা নিয়ে তিন জগৎখ্যাত গিটারিস্টের এক সাথে গিটার যুদ্ধ। গিটারিস্টদের অবশ্য দেখা উচিৎ।
_______________________________________
Skid Row - Little wing:
এপিথ্রি
________________________________________
Sting - Little Wing:
এপিথ্রি
________________________________________
Stevie Ray Vaughan - Little Wing:
________________________________________
Def Leppard - Little Wing:
এপিথ্রি
_________________________________________
Eric Clapton & Sheryl Crow - Little Wing
এপিথ্রি
________________________________________
Eric Clapton & Carlos Santana - Little Wing:
স্যাড ভার্সন।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।