আমাদের কথা খুঁজে নিন

   

HSC পরীক্ষার রুটিন যেমন হওয়া উচিত

"আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে কর জয়" "জ্ঞান অপেক্ষা কল্পনা শ্রেয়"

বাংলাদেশে প্রতি বছর যে কয়টা গুরুত্বপূর্ণ পরীক্ষা হয় তার মধ্যে HSC পরীক্ষা অন্যতম। যারা জীবনে কমপক্ষে একবার হলেও এই পরীক্ষা দিয়েছেন তারা জানেন কত বিরক্তকর এই পরীক্ষার রুটিন-এই যেমন এখন আমি বুঝতেসি। রুটিন দেখে মনে হচ্ছে-নিশ্চয়ই সরকারের কোন মন্ত্রীর অথবা বোর্ডের চেয়ারম্যানের পোলা/মাইয়া পরীক্ষা দিচ্ছে এইবার এবং সে সাইন্সের পরীক্ষার্থী ও ফিজিক্স আর অংকে সে খুবই দুর্বল অথবা সে ব্যবসায় শিক্ষা/মানবিক এর পরীক্ষার্থী। কারণ সাইন্সের ফিজিক্স পরীক্ষার আগে ছিল ৪ দিন বন্ধ ও অংকের আগে বন্ধ ১২ দিন আর কমার্স ও আর্টসে্র পরবর্তী পরীক্ষা যথাক্রমে ২৬ ও ২৪ দিন পর। প্রথমে আসি সাইন্সের পরীক্ষার রুটিন প্রসংগে।

বোর্ডের যারা হর্তা-কর্তা তারা মনে করে যে, অংক পরীক্ষার আগে যত বন্ধ দেওয়া হবে তত বেশীই মনে হয় পরীক্ষার্থী অংকে পাশ করবে কেননা প্রতি বছর পরীক্ষার্থীদের একটা বিশাল অংশ অংকে ফেল করে। ফলে তারা ভাবে যে, অংকের আগে বেশী বন্ধ দিলে ঐসব পরীক্ষার্থী পাশ করবে। আর সবারই এটা জানা যে, প্রতি নির্বাচনে রাজনৈতিক দলগুলার অন্যতম একটা দাবী থাকে যে, তাদের সরকার শিক্ষাক্ষেত্রে এত অবদান রেখেছে যে তাদের আমলে পাশের হার আগের সরকারের চেয়ে বেশী ছিল। অতএব, অংকের আগে বেশী বেশী বন্ধ দাও যাতে বেশী বেশী পরীক্ষার্থী পাশ করে আর তাদের সুনাম বাড়ে। এর ব্যতিক্রম হয়নি এবারও এবং যথারীতি অংকের আগে ১২ দিন বন্ধ।

অথচ এরকম না করে যদি প্রতিটা পরীক্ষা রবিবার আর বুধবার নিত তাহলে খুবই ভালো হত। অর্থাৎ সকল বিষয়ের ১ম পত্রের পরীক্ষা রবিবার আর ২য় পত্রের পরীক্ষা বুধবার হলে সকলের জন্য সুবিধা হত। কেননা এতে ১ম পত্রের আগে বন্ধ পাওয়া যাবে ৩ দিন আর ২য় পত্রের আগে বন্ধ পাওয়া যাবে ২ দিন। যদিও এই হিসেবে মোট ১২ টা পরীক্ষা হতে সময় লাগবে ৪৫ দিন তারপরেও ছাত্ররা টেরই পাবে না কোনদিক দিয়ে ৪৫ দিন পার হয়ে যাবে। এবার আসি কমার্স আর আর্টস্ এর বিষয়ে।

যেহেতু আমি সাইন্সের, তাই ঠিক বলতে পারছিনা যে, তাদের কাছে তাদের রুটিনটা ভালো লেগেছে কিনা। কিন্তু আমি যতটুকু শুনেছি- কমার্সের পরবর্তী পরীক্ষা ২৬ দিন পর এবং আর্টসে্র পরবর্তী পরীক্ষা ২৪ দিন পর। আমার মতে, এইভাবে পাইকারী হারে বন্ধ দিলে পরীক্ষার্থীদের পড়াশুনার flow নষ্ট হয় এবং এর আখেরে ফলাফল ভালো হয় না। কাজেই আমি মনে করি, এই বিষয়গুলা ভেবে দেখা দরকার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।